#লন্ডন: প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে যতটা সহজে হারিয়ে দিয়েছিল ভারত আজ তার চেয়ে ম্যাচ অনেক বেশি কঠিন হবে জানা ছিল। বার্মিংহামের এই মাঠেই টেস্ট ম্যাচ হেরেছিল ভারত। তাছাড়া ইংল্যান্ড দলের টি টোয়েন্টি রেকর্ড এই মাঠে দুর্দান্ত। দলে ফিরলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা।
advertisement
প্রথম ম্যাচে খেলা দল থেকে বাদ ঈশান কিশন, দীপক হুডা, অক্ষর পটেল এবং অর্শদীপ সিংহকে। ওপেনিং পার্টনার হিসেবে রোহিতের সঙ্গে নেমেছিলেন ঋষভ পন্থ। বিনা উইকেটে ৪৯ পৌঁছে গেল ভারত। রোহিত শর্মা দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন। ২০ বলে ৩১ রানের ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারি এবং দুটি ছক্কা দিয়ে। কিন্তু এরপর ফাস্ট বোলার রিচার্ড গ্লেসনের বলে হুক করতে গিয়ে বাটলারের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক।
তিন নম্বরে এলেন বিরাট কোহলি। আজ ছিল তার অগ্নিপরীক্ষা। সমালোচনার জবাব দেওয়ার মঞ্চ। কিন্তু যথারীতি ব্যর্থ কোহলি। গ্লেসনের বলে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন মাত্র একটি রান করে। হঠাৎ করে ভারতের রান তোলার গতি কিছুটা কমে যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার কিছুটা পরিস্থিতি সামাল দেন। ১০ ওভারে ভারতের রান ছিল ৮৬/৩।
কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না সূর্য। জর্ডানের বলে আউট হয়ে গেলেন ১৫ করে। পরের বলেই আউট হার্দিক পান্ডিয়া (১২)। পয়েন্টে সহজ ক্যাচ দিলেন। ১১ ওভারের মধ্যে অর্ধেক দল ফিরে গেল ড্রেসিং রুমে। দেখার ছিল এখান থেকে দীনেশ কার্তিক এবং রবীন্দ্র জাদেজা কতটা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে পারেন। ১৩ ওভারে ১০০ তুলল ভারত। আজ ব্যর্থ কার্তিক। তিন রান নিতে গিয়ে রান আউট হলেন ১২ করে। ৫ বলে ১৩ করে আউট হলেন হর্ষল প্যাটেল।