বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির গ্রুপ ডি-র ম্যাচে সৌরাষ্ট্র বনাম গুজরাতের লড়াইয়ে জাদেজা ব্যাট হাতে অসাধারণ খেলেন। সৌরাষ্ট্রের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ৩৯ বলে অপরাজিত ৫২ রান করেন। তাঁর এই ঝকঝকে ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কা। জাদেজার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে সৌরাষ্ট্র ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বিশাল ৩৮৩ রানের সংগ্রহ গড়ে তোলে।
advertisement
শুধু ব্যাটেই নয়, বল হাতেও জাদেজা ছিলেন বিধ্বংসী। ৩৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাত দল শুরু থেকেই চাপে পড়ে যায়। জাদেজা তাঁর ১০ ওভারের স্পেলে ৬.২০ ইকোনমি রেটে ৬২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি আর্য দেশাই, ক্ষিতিজ প্যাটেল ও বিশাল জয়সওয়ালকে আউট করে গুজরাতের রান তাড়ায় বড় ধাক্কা দেন।
আরও পড়ুনঃ আর কী করলে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া যায়! ইতিহাস গড়লেন সরফরাজ খান
রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে সৌরাষ্ট্র শেষ পর্যন্ত গুজরাতকে ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে। এই জয়ের সঙ্গে সঙ্গে জাতীয় দলে ফেরার আগে নিজের ফর্মের বার্তা স্পষ্টভাবে দিয়ে দিলেন জাদেজা। এখন তিনি টিম ইন্ডিয়ায় যোগ দেবেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে একই ছন্দে খেলতে প্রস্তুত থাকবেন।
