তিনি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (Under19 World Cup) শানদার পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন৷ ২০২০ তে ফাইনালে ভারতীয় দল ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল৷ কিন্তু ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছিল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচ জেতানোর পর অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রচুর প্রশংসা করেন৷
আরও পড়ুন - Gold Investment: দেদার টাকা চান! সোনায় বিনিয়োগে হতে পারে সবচেয়ে বেশি লাভ
advertisement
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছিল৷ তারপর ইডেন গার্ডেন্সে বসেছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ৷ বুধবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করেছে৷ তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi) এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক করলেন৷ ২১ বছরের স্পিনার নিজের বোলিং দিয়ে প্রথম ম্যাচেই কামাল করলেন৷ ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি৷ অভিষেক ম্যাচে ভারতীয় স্পিনারদের এটা তৃতীয় সেরা পারফরম্যান্স ৷ কিন্তু রবি বিষ্ণোই-র একটা ফিল্ডিংয়ে গণ্ডগোলের জেরে টিম ইন্ডিয়ার ৫৩ রান অতিরিক্ত দিতে হয়৷
আরও পড়ুন - Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও
ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতেছে৷ ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৬ উইকেটে জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ এদিকে আইপিএলের মেগা নিলামেও লখনউ সুপার জায়ন্টস তাঁকে নিজেদের দলে নিয়েছে৷ ২০২০ ও ২০২১ -এ পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল খেলেছেন তিনি৷ ২৩ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি৷