TRENDING:

ফের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে Ranti

Last Updated:

র‍্যান্টি  মার্টিন্স। ভারতীয় ফুটবলে তিনি সবসময়ের জন্য ভয়ঙ্কর। এবার জ্বলে উঠছেন লাল-হলুদ জার্সি গায়ে। গতবারের মত এবারও গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে এই নাইজেরিয়ান গোলমেশিন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে জোড়া গোলে শুরু। এরপর মোহনবাগান, ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে গোল। তারপর শিলং লাজংয়ের বিরুদ্ধে এবারের আই লিগের প্রথম হ্যাটট্রিক। তিনি Ranti Martins। ২৯-এও সচল। তীক্ষ্ণ ও গোলের জন্য ক্ষুধার্ত।
advertisement

এখন আর ওডাফা নন। পাঁচবারের জাতীয় এবং আই লিগ জয়ী Ranti-র নয়া শত্রুর নাম কর্নেল গ্লেন। তাঁকে গতবারও টপকে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন Ranti। এবারও একই লড়াই। ইতিমধ্যেই এর আগে ৫ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন Ranti ৷ আপাতত সাত ম্যাচে সাত গোল করে লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এই নাইজেরিয়ান গোলমেশিনই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতা লিগে কথা উঠেছিল Ranti-র ফর্ম নিয়ে। জবাব দিচ্ছেন আই লিগে। শুধু নিজে নন, দলকেও টেনে তুলেছেন শীর্ষে তাঁর একক দক্ষতায়। শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক। ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারের জাতীয় বা আই লিগে এমন নজির নেই। গোলসংখ্যা ক্রমশ বাড়াচ্ছেন বিশ্বজিতের এই নাইজেরিয়ান ঘোড়া। ইতিমধ্যে কেরিয়ারে করে ফেলেছেন ২০৯ গোল। তিনি এগোচ্ছেন, এগিয়েও নিয়ে যাচ্ছেন দলকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে Ranti