এখন আর ওডাফা নন। পাঁচবারের জাতীয় এবং আই লিগ জয়ী Ranti-র নয়া শত্রুর নাম কর্নেল গ্লেন। তাঁকে গতবারও টপকে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন Ranti। এবারও একই লড়াই। ইতিমধ্যেই এর আগে ৫ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন Ranti ৷ আপাতত সাত ম্যাচে সাত গোল করে লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এই নাইজেরিয়ান গোলমেশিনই।
advertisement
কলকাতা লিগে কথা উঠেছিল Ranti-র ফর্ম নিয়ে। জবাব দিচ্ছেন আই লিগে। শুধু নিজে নন, দলকেও টেনে তুলেছেন শীর্ষে তাঁর একক দক্ষতায়। শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক। ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারের জাতীয় বা আই লিগে এমন নজির নেই। গোলসংখ্যা ক্রমশ বাড়াচ্ছেন বিশ্বজিতের এই নাইজেরিয়ান ঘোড়া। ইতিমধ্যে কেরিয়ারে করে ফেলেছেন ২০৯ গোল। তিনি এগোচ্ছেন, এগিয়েও নিয়ে যাচ্ছেন দলকে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2016 1:13 PM IST