এই নিয়ে দুঃখ থাকলেও তার কিছু আসে যায় না। কারণ তিনি কমেন্ট্রি করলে অনেক বেশি উপার্জন করবেন। শাহিদ আফ্রিদি নতুন নির্বাচক হিসেবে কেমন কাজ করেন সেটা সময় বলবে বলছেন রাজা। আজ ভারতীয় ক্রিকেট প্রসঙ্গে মুখ খুলেছেন রামিজ রাজা। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান বলেছেন তিনি যতদিন দায়িত্বে ছিলেন ভারতের থেকে তুলনায় উন্নত ক্রিকেট খেলেছে পাকিস্তান।
advertisement
দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটাও আবার ১০ উইকেটে। পরেরবার ভারতের কাছে হেরে গেলেও ম্যাচ গড়িয়েছিল শেষ ওভারে। কিন্তু ভারত ফাইনাল খেলতে না পারলেও খেলেছিল পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হেরে গেলেও অসাধারণ পারফরম্যান্স করেছিল পাকিস্তানের ক্রিকেটাররা।
সাদা বলের ক্রিকেটে গত এক বছর ভারতের তুলনায় এগিয়েছিল পাকিস্তান। রামিজ রাজা মনে করেন পাকিস্তানের কাছে গত এক বছর পিছিয়ে পড়েই সাদা বলের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন করেছে ভারত। এই কারণে অধিনায়ক বদল থেকে শুরু করে পুরো নির্বাচক কমিটি বদলে ফেলেছে বিসিসিআই। আসলে পাকিস্তানের সাফল্য ভারতের চোখ খুলে দিয়েছে।
রামিজ মনে করেন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট বুঝতে পেরেছে শুধু টাকা দিয়েই ক্রিকেট সাফল্য আসে না। ভারতীয় দলের তুলনায় অর্ধেক টাকা পান পাকিস্তান ক্রিকেটাররা। দুই ক্রিকেট বোর্ডের রোজগারেও বিশাল পার্থক্য। কিন্তু মাঠের পারফরম্যান্সে ভারতকে জবাব দিয়েছে পাকিস্তান।
আর এর পুরোটাই ঘটেছিল তিনি চেয়ারম্যান থাকার সময়। এটাই তার পরম প্রাপ্তি। তিনি পাকিস্তানের দায়িত্বে না থাকলেও সব সময় দলের ভাল চাইবেন জানিয়েছেন রামিজ। তবে পরের বছর ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তানের বিশাল অগ্নিপরীক্ষা বলেছেন তিনি।