তাই দ্বিতীয় সেটের শুরু থেকেই প্রবল আক্রমণ করেন তিনি। বিপক্ষ পয়েন্ট পেলেও বেশিরভাগ সময় সিন্ধুই রাজত্ব করলেন। কঠিন লড়াইয়ের পর ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এখন দেখার কমনওয়েলথ গেমসে নিজের প্রথম স্বর্ণপদ পেতে পারেন কিনা সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গলস বিভাগে সিঙ্গাপুরের জিয়া হেং তের বিপক্ষে দুর্ধর্ষ লড়াই করে জয় পেলেন লক্ষ্য সেন। ২১-১০, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে জিতলেন তিনি।
advertisement
এবারের কমনওয়েলথ গেমসে এক নম্বর হিসেবে খেলছেন লক্ষ্য। আগামী দিনে তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সুপারস্টার তাতে সন্দেহ নেই। তবে পারলেন না কিদামবি শ্রীকান্ত। মালয়েশিয়ার জে ইয়ং এন জির বিপক্ষে হেরে গেলেন ২১-১৩, ১৯-২১, ১০-২১ ব্যবধানে।
টিম ইভেন্টেও কয়েকদিন আগে এই প্রতিপক্ষের কাছেই হেরেছিলেন শ্রীকান্ত। তিন নম্বর সেটে একেবারেই আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন। একের পর এক আনফোর্সড এরর করলেন। শ্রীকান্তর মত অতীতের বিশ্বের এক নম্বরে থাকা ব্যাডমিন্টন তারকার এরকম পারফরমেন্স সত্যি হতাশ করার মত।
তবে যার কাছে শ্রীকান্ত হারলেন সেই মালয়েশিয়ার তারকার বিরুদ্ধেই স্বর্ণপদক এর লড়াই লড়বেন লক্ষ্য সেন। অন্যদিকে সিন্ধু প্রথম কমনওয়েলথ সোনার জন্য মরিয়া।