মেয়ের মৃত্যুর খবর নিজে থেকে সামনে আনেননি আফগান ক্রিকেটার। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছিল হজরতউল্লাহ জাজাইয়ের গোটা পরিবার। আফগান ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানান জানাত। তখনই মর্মান্তিক ঘটনার বিষয়ে সকলেই জানতে পারে।
সোশ্যাল মিডিয়ায় জানাত লেখেন,”আমার ভাই ও বন্ধু হজরতউল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। ওর পরিবারের জন্য আমি বেদনায় কাতর ও সমবেদনা জানানোর ভাষা নেই। এই কঠিন সময়ে ও পরিবারতে লডাই করার জন্য ওপরওয়ালা জাজাইয়েক পরিবারকে শক্তি প্রদান করুক।”
advertisement
এই খবর সামনে আসার পরই সোশ্যাল মডিয়ায় আফগান ক্রিকটারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সকলেই। শোক প্রকাশ করেছেন আফগানিস্তান দলের অন্যান্য ক্রিকেটাররা। তবে কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ Rohit Sharma: দেশকে চ্যাম্পিয়ন করেও পড়বেন বাদ? রোহিতের ভবিষ্যত নিয়ে কবে বড় সিদ্ধান্ত? বড় আপডেট
প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এর মেগা নিলামে আফগানিস্তানের তারকা ব্যাটারকে ২.৪ কোটি টাকা দিয়ে কিনেছে পঞ্জাব কিংস। কিন্তু মেয়ের মৃত্যুর কারণে যেভাবে ভেঙে পড়েছেন আফগান তারকা, তাতে সঠিক সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।