যদিও শোয়েবের বর্তমান পত্নীও কম যান না! বিষয়টাকে দারুণ ভাবেই গ্রহণ করেছেন তিনি। পিএসএল ম্যাচে করাচি কিংসের হয়ে খেলছেন শোয়েব মালিক। আর তাঁকে উৎসাহ দিতেই মাঠে হাজির হয়েছিলেন তাঁর নববধূ। সেই সময়ই সানার দৃষ্টি আকর্ষণ করার জন্য শোয়েবের প্রাক্তন স্ত্রী সানিয়া মির্জার নাম ধরে চিৎকার করতে শুরু করেন ভক্তরা।
আরও পড়ুন: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও ঝড়বৃষ্টি! কলকাতা-সহ এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার বড় খবর
এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভিআইপি ডায়াসে বসে ম্যাচ দেখছেন সানা। ঠিক পিছনেই স্ট্যান্ডসে বসে থাকা এক ব্যক্তি আচমকাই সানিয়া মির্জার নাম ধরে চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে আরও কিছু ভক্ত তাঁর সঙ্গে যোগ দেন। তাঁরাও সানিয়ার নামের স্লোগান দিতে থাকেন। প্রথমে সানা বিষয়টা এড়িয়েই গিয়েছিলেন। কিন্তু পরে পিছনে ফিরে তাঁদের দিকে মিষ্টি হাসি ছুড়ে দিতে দেখা গেল অভিনেত্রীকে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
চলতি বছরের জানুয়ারি মাসেই শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সানা। নিজেদের বিয়ের আসরের ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রথম শেয়ার করেছিলেন পাক ক্রিকেট তারকাই। সঙ্গে সঙ্গে সেই ছবিকে ঘিরে ইন্টারনেটে রীতিমতো শোরগোল পড়ে যায়।
বিয়ের অনুষ্ঠানের জন্য শোয়েব বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি শেরওয়ানি। আর গোটা পোশাকটি জুড়ে ছিল সোনালি রঙের সূক্ষ্ম কাজ। অন্যদিকে শোয়েবের নববধূ পড়েছিলেন সবুজ এবং গোলাপি ব্রাইডাল পোশাক। যেখানে ফুটে উঠেছিল দারুণ সুতোর কাজ। এই পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে সানা বেছেছিলেন সূক্ষ্ম পোলকি গহনা। বিশেষ ভাবে নজর কেড়েছে কনের নেকলেস, কানের দুল, মাঙ্গটিকা এবং পাশা।