সম্প্রতি নিউজিল্যান্ড এবং এর পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রাক্তন অধিনায়ক ইমরান খান। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের সাথে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান ই্মরান।
advertisement
আরও পড়ুন - Andre Russell hamstring injury : দিল্লির বিরুদ্ধে রাসেলের না খেলার সম্ভাবনা
১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক বলেন, 'আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদের হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তিতে পরিণত করতে হবে।' দীর্ঘ ১০ বছর আরব আমিরাতকে 'হোম ভেন্যু' বানিয়ে খেলেছে পাকিস্তান। তাই সেখানকার কন্ডিশন বাবরদের চেনা। একই কারণে বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে আশাবাদী ইমরান।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দলটি বিশ্বকাপের মঞ্চে ভাল করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সকলকে পারফরম্যান্স করতে হবে। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে। পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে।' ক্রিকেটারদের নিজের অতীত অভিজ্ঞতার ভাগ করে নেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী।
জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম, আব্দুল কাদির, রামিজ রাজা, ওয়াসিম আক্রম, মহসিন খানরা ক্রিকেট মাঠে সব সময় প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতেন বলেছেন ইমরান। পজিটিভ ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করেছেন। বলেছেন মানসিকতাই আসল। আক্রমনাত্মক ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। ভয় পেয়ে নয়, বিপক্ষকে ভয় পাইয়ে খেলার নির্দেশ দিয়েছেন তিনি।