এখন থেকে আর স্পেনের ফুটবল সংক্রান্ত কোনও বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না তিনি। আপাতত ৯০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে রুবিয়ালেসকে। এই সময়ের মধ্যে রুবিয়ালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে। স্পেন বিশ্বকাপ জেতার পরে মহিলা ফুটবলার জেনিফার এরমোসোর ঠোঁটে রুবিয়ালেসের চুমু খাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকদিন ধরে।
advertisement
স্প্যানিশ ফুটবলের প্রধান রুবিয়ালেসকে সরানো না হলে স্পেনের মহিলা ফুটবল দল আর খেলতে নামবে না বলে বিদ্রোহ ঘোষণা করেছে। একই কথা বলেছেন পুরুষ দলের ফুটবলার বোরহা ইগলেসিয়াস। তিনিও রুবিয়ালেসের অপসারণের আগে জাতীয় দলের হয়ে খেলতে চান না।
এরমোসো এবং মহিলা দলের ৮০ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না। স্পেনের রুবিয়ালেস সাসপেন্ড থাকার সময় পর্যন্ত ওই পদে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট থাকা পেদ্র জঙ্কো। এর মধ্যে এরমোসোর সঙ্গে যোগাযোগ করা যাবে না ফোনে অথবা অন্য কোনও মাধ্যমে। ওই মহিলা ফুটবলারকে কোনও ভয় দেখালে তার ফল ভোগ করতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। প্রয়োজনে স্প্যানিশ ফেডারেশনকে কঠিন শাস্তি দিতে পারে ফিফা।