TRENDING:

Luis Rubiales: মহিলা ফুটবলারকে চুমু খাওয়া স্পেনের কর্তাকে বিরাট কড়া শাস্তি দিল ফিফা

Last Updated:

এরমোসো এবং মহিলা দলের ৮০ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না। রুবিয়ালেস সাসপেন্ড থাকার সময় পর্যন্ত ওই পদে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট পেদ্র জঙ্কো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদ্রিদ: হয়তো দুদিন আগে করা উচিত ছিল। কিন্তু অবশেষে বিচার পাওয়া গেল। সব সময় গায়ের জোর এবং অর্থ দিয়ে হয় না প্রমাণ করল ফিফা। এর ফলে হয়তো কিছুটা স্বস্তি পাবে মহিলা ফুটবল। চাইলেই মহিলা ফুটবলারদের সঙ্গে যা ইচ্ছে তাই করা যাবে এই ভাবনা দূর করা যাবে ফিফার সিদ্ধান্তের পর। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, স্পেনের ফুটবল কর্তা লুইস রুবিয়ালেসকে সাসপেন্ড করা হয়েছে।
মহিলা ফুটবলের চুমু বিতর্ক
মহিলা ফুটবলের চুমু বিতর্ক
advertisement

এখন থেকে আর স্পেনের ফুটবল সংক্রান্ত কোনও বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না তিনি। আপাতত ৯০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে রুবিয়ালেসকে। এই সময়ের মধ্যে রুবিয়ালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে। স্পেন বিশ্বকাপ জেতার পরে মহিলা ফুটবলার জেনিফার এরমোসোর ঠোঁটে রুবিয়ালেসের চুমু খাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকদিন ধরে।

advertisement

স্প্যানিশ ফুটবলের প্রধান রুবিয়ালেসকে সরানো না হলে স্পেনের মহিলা ফুটবল দল আর খেলতে নামবে না বলে বিদ্রোহ ঘোষণা করেছে। একই কথা বলেছেন পুরুষ দলের ফুটবলার বোরহা ইগলেসিয়াস। তিনিও রুবিয়ালেসের অপসারণের আগে জাতীয় দলের হয়ে খেলতে চান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরমোসো এবং মহিলা দলের ৮০ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না। স্পেনের রুবিয়ালেস সাসপেন্ড থাকার সময় পর্যন্ত ওই পদে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট থাকা পেদ্র জঙ্কো। এর মধ্যে এরমোসোর সঙ্গে যোগাযোগ করা যাবে না ফোনে অথবা অন্য কোনও মাধ্যমে। ওই মহিলা ফুটবলারকে কোনও ভয় দেখালে তার ফল ভোগ করতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। প্রয়োজনে স্প্যানিশ ফেডারেশনকে কঠিন শাস্তি দিতে পারে ফিফা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Luis Rubiales: মহিলা ফুটবলারকে চুমু খাওয়া স্পেনের কর্তাকে বিরাট কড়া শাস্তি দিল ফিফা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল