সুইৎজারল্যান্ড ম্যাচের পর মরক্কোর বিরুদ্ধেও পর্তুগালের হেডস্যার ফার্নান্ডো স্যান্টোস রোনাল্ডোকো ছাড়াই প্রথম একাদশ নামান। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে পর্তুগীজরা। অপরদিকে, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার রণনীতিতে খেলে মরক্কো। যেমনটা খেলেছিল স্পেনের বিরুদ্ধে। ম্যাচের প্রথমার্ধে বল পজিশনও ৬৪ শতাংশ ছিল পর্তুগালের দখলে।
পর্তুগাল একের পর এক অ্যাটাক করলেও মরক্কোর ডিফেন্স লাইন ভাঙতে সমর্থ হয়নি। প্রথমার্ধের ৪১ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৪৩ মিনিটে ক্রস থেকে হেড করে গোল করে যান নাসিরি। কিন্তু এই গোলে পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্টার আউটিং নিয়ে প্রশ্ন উঠবে। আরও আগে বেরিয়ে এসে বল ফিস্ট করা উচিৎ ছিলই বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। প্রথমার্ধের শেষের দিকে পর্তুগালের একটি শট বারে লাগে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকান দেশটি।
advertisement