উৎসব আর শেষ হচ্ছে না। ফাইনালের ৪৮ ঘণ্টা পরেও ইউরো জয়ের মৌতাতে ভাসছে গোটা দেশ। সোমবারই কাপ নিয়ে দেশে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট হাউজ সব জায়গাতেই ছবিটা এক। ওয়াকিবহাল মহলের মতে, ফাইনালে রোনাল্ডোর বেরিয়ে যাওয়াটা আলাদা করে তাতিয়েছে টিম পর্তুগালকে। এই তত্ত্ব মানতে চান না সিআর সেভেন। তাঁর দাবি, শুধু একটা ম্যাচ কেন, গোটা ইউরোই অসাধারণ খেলেছে দল। তাঁর মতে, দিনের শেষে মানুষ গোল মনে রাখে। স্কোরলাইন মনে রাখে। ওই ম্যাচে একটা দল কেমন খেলছে, তা ক্ষণিকের। আগামী চার বছর ফুটবল দুনিয়া মনে রাখবে ইউরোপ পর্তুগালের।
advertisement
রোনাল্ডোর দাবিতে সায় আছে কোচ ফার্নান্দো স্যান্টোসের। গুরু অটো রেহগালের মতোই, তিনি বিশ্বাস করেন কাউন্টার অ্যাটাককে। আর প্যারিসে একটা ওয়েলস ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচ এই ছকেই বার করেছেন পর্তুগিজরা। এত কচকচানি এখন তাই আর ভাল লাগছে না লিসবনের। তাঁরা ভাসছেন ইউরো সেরার মৌতাতে।