TRENDING:

সমালোচদের জবাব দিয়ে খুশি রোনাল্ডো , উৎসব লিসবনে

Last Updated:

আগামী বিশ্বকাপ পর্যন্ত ফার্নান্দো স্যান্টোসকে কোচ হিসেবে রেখে দিল পর্তুগাল। ইউরো কাপ জয়ের সাফল্যের জেরেই এই সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিসবন: আগামী বিশ্বকাপ পর্যন্ত ফার্নান্দো স্যান্টোসকে কোচ হিসেবে রেখে দিল পর্তুগাল। ইউরো কাপ জয়ের সাফল্যের জেরেই এই সিদ্ধান্ত। লিসবনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, একটা ফাইনাল নয়, গোটা টুর্নামেন্টেই দল হিসেবে খেলেছে পর্তুগাল।
advertisement

উৎসব আর শেষ হচ্ছে না। ফাইনালের ৪৮ ঘণ্টা পরেও ইউরো জয়ের মৌতাতে ভাসছে গোটা দেশ। সোমবারই কাপ নিয়ে দেশে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট হাউজ সব জায়গাতেই ছবিটা এক। ওয়াকিবহাল মহলের মতে, ফাইনালে রোনাল্ডোর বেরিয়ে যাওয়াটা আলাদা করে তাতিয়েছে টিম পর্তুগালকে। এই তত্ত্ব মানতে চান না সিআর সেভেন। তাঁর দাবি, শুধু একটা ম্যাচ কেন, গোটা ইউরোই অসাধারণ খেলেছে দল। তাঁর মতে, দিনের শেষে মানুষ গোল মনে রাখে। স্কোরলাইন মনে রাখে। ওই ম্যাচে একটা দল কেমন খেলছে, তা ক্ষণিকের। আগামী চার বছর ফুটবল দুনিয়া মনে রাখবে ইউরোপ পর্তুগালের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রোনাল্ডোর দাবিতে সায় আছে কোচ ফার্নান্দো স্যান্টোসের। গুরু অটো রেহগালের মতোই, তিনি বিশ্বাস করেন কাউন্টার অ্যাটাককে। আর প্যারিসে একটা ওয়েলস ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচ এই ছকেই বার করেছেন পর্তুগিজরা। এত কচকচানি এখন তাই আর ভাল লাগছে না লিসবনের। তাঁরা ভাসছেন ইউরো সেরার মৌতাতে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সমালোচদের জবাব দিয়ে খুশি রোনাল্ডো , উৎসব লিসবনে