TRENDING:

Pink Ball Test: ভারতে ফের হবে পিঙ্ক বল টেস্ট, সুখবর দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

এটা ভারতের মাটিতে তৃতীয় পিঙ্ক বল টেস্ট (pink ball Test) হতে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত পিঙ্ক বল টেস্ট খেলবে বেঙ্গালুরুতে৷ বিসিসিআই  (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই খবর জানিয়েছেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায় শ্রীলঙ্কার সফর ফেব্রুয়ারি ও মার্চের তারিখ এখনও ফাইনাল হয়নি৷ বেঙ্গালুরু পিঙ্ক বল টেস্ট (pink ball Test) আয়োজন করবেন৷
pink ball test against sri lanka will be hosted in bengaluru says bcci president sourav ganguly- Photo- Reuters
pink ball test against sri lanka will be hosted in bengaluru says bcci president sourav ganguly- Photo- Reuters
advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘হ্যাঁ, পিঙ্ক বল টেস্ট বেঙ্গালুরুতে  হবে৷ শ্রীলঙ্কা সিরিজের সবকটি ভ্যেনু নিয়ে  খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

এটা ভারতের মাটিতে তৃতীয় পিঙ্ক বল টেস্ট (pink ball Test)  হতে চলেছে৷ ভারত এই টেস্ট খেলবে এরকম চতুর্থ দল৷ ভারত প্রথম পিঙ্ক  টেস্ট (pink ball Test)  বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায় খেলেছিল- ২০১৯ -র নভেম্বরে এই খেলা হয়েছিল৷ ভারত সেই ম্যাচে এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল৷ দ্বিতীয় পিঙ্ক বলটেস্ট ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল৷ ফেব্রুয়ারি ২০২১ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই টেস্ট খেলা হয়েছিল৷

advertisement

আরও পড়ুন - Viral News: কোথা থেকে পেলেন এত সৌন্দর্য্য, Urfi Javed-র মা বোনের অপূর্ব রূপ দেখলে চোখ ফেরানো যাবে না

ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে টেস্ট খেলেছিল৷ সেটা ২০২০-র ডিসেম্বরে খেলা হয়েছিল৷ এই ম্যাচ ভারত ৮ উইকেটে হেরে গিয়েছিল৷

ভারত এবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৩ টি একদিনের ও ৩ টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ এরপরেই হবে শ্রীলঙ্কা ট্যুর৷ একদিনের সিরিজে ভারতের ১০০০তম একদিনের ম্যাচ (India 1000 ODI match) খেলবে৷ এই ম্যাচে অবশ্য কোনও দর্শক মাঠে হাজির থাকবেন না৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে৷

advertisement

আরও পড়ুন - Viral: Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan-র তুফান রূপ, শরীরে যেন হাজার তারা গাঁথা, ফটো ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
ড্রেজিং নেই, সমাধান নেই! ফারাক্কার গঙ্গা ভাঙনে হাহাকার, এবার কী করবে ওঁরা?
আরও দেখুন

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, ‘‘আমি দেশের ৫০০তম একদিনের (৪ জুলাই ২০০২ ইংল্যান্ডের বিরুদ্ধে রিভারসাইড-চেস্টার লে- স্ট্রিট ) ম্যাচ খেলেছিলাম৷ ভারতীয় ক্রিকেটের জন্য এটা (India 1000 ODI match)  গুরুত্বপূর্ণ , দুঃখের বিষয় মাঠে কোনও দর্শক থাকতে পারবেন না৷ এই সিরিজই ফাঁকা বাড়িতে খেলা হবে৷ এটা আরও ভালো করে করা যেত যদি কোভিড ১৯ না থাকত৷ কিন্তু কিছু করার নেই৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Pink Ball Test: ভারতে ফের হবে পিঙ্ক বল টেস্ট, সুখবর দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল