সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘হ্যাঁ, পিঙ্ক বল টেস্ট বেঙ্গালুরুতে হবে৷ শ্রীলঙ্কা সিরিজের সবকটি ভ্যেনু নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে৷’’
এটা ভারতের মাটিতে তৃতীয় পিঙ্ক বল টেস্ট (pink ball Test) হতে চলেছে৷ ভারত এই টেস্ট খেলবে এরকম চতুর্থ দল৷ ভারত প্রথম পিঙ্ক টেস্ট (pink ball Test) বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায় খেলেছিল- ২০১৯ -র নভেম্বরে এই খেলা হয়েছিল৷ ভারত সেই ম্যাচে এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল৷ দ্বিতীয় পিঙ্ক বলটেস্ট ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল৷ ফেব্রুয়ারি ২০২১ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই টেস্ট খেলা হয়েছিল৷
advertisement
আরও পড়ুন - Viral News: কোথা থেকে পেলেন এত সৌন্দর্য্য, Urfi Javed-র মা বোনের অপূর্ব রূপ দেখলে চোখ ফেরানো যাবে না
ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে টেস্ট খেলেছিল৷ সেটা ২০২০-র ডিসেম্বরে খেলা হয়েছিল৷ এই ম্যাচ ভারত ৮ উইকেটে হেরে গিয়েছিল৷
ভারত এবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৩ টি একদিনের ও ৩ টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ এরপরেই হবে শ্রীলঙ্কা ট্যুর৷ একদিনের সিরিজে ভারতের ১০০০তম একদিনের ম্যাচ (India 1000 ODI match) খেলবে৷ এই ম্যাচে অবশ্য কোনও দর্শক মাঠে হাজির থাকবেন না৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে৷
আরও পড়ুন - Viral: Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan-র তুফান রূপ, শরীরে যেন হাজার তারা গাঁথা, ফটো ভাইরাল
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, ‘‘আমি দেশের ৫০০তম একদিনের (৪ জুলাই ২০০২ ইংল্যান্ডের বিরুদ্ধে রিভারসাইড-চেস্টার লে- স্ট্রিট ) ম্যাচ খেলেছিলাম৷ ভারতীয় ক্রিকেটের জন্য এটা (India 1000 ODI match) গুরুত্বপূর্ণ , দুঃখের বিষয় মাঠে কোনও দর্শক থাকতে পারবেন না৷ এই সিরিজই ফাঁকা বাড়িতে খেলা হবে৷ এটা আরও ভালো করে করা যেত যদি কোভিড ১৯ না থাকত৷ কিন্তু কিছু করার নেই৷’’