আরও পড়ুন - চাকদা এক্সপ্রেস সিনেমার জন্য অনুষ্কা পরামর্শই নেননি বিরাটের! কারণ খোলসা করলেন কোহলি
মহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে মোট ৫২ রান দিলেন। ১৯ তম ওভারে ১৬ রান সঙ্গে তিনটি বাউন্ডারি। ভুবনেশ্বর কুমারকে মেরে ছাতু করে দিলেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। গ্যালারিতে ক্যামেরা প্যান করতেই দেখা গেল এক বৃদ্ধ দুহাতে চোখ চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে চলেছেন।
advertisement
জায়ান্ট স্ক্রিনে সেই দৃশ্য দেখার পর রোহিত শর্মা পর্যন্ত দুঃখ পেলেন। কপিল দেব এবং সুনীল গাভাসকরদের মত কিংবদন্তি ক্রিকেটাররা আস্থা দেখিয়েছিলেন তার ওপর। ভুবনেশ্বর কুমার নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক চয়েজ। কিন্তু যত দিন যাচ্ছে তিনি চিন্তা বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় দলের।
মহম্মদ শামিকে স্ট্যান্ডবাই রেখে তাকে মূল দলে রাখার দাম দিতে হবে না তো? এটাই এখন ভারতীয় সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন। কোটি কোটি ভারতীয় সমর্থকদের মধ্যে ওই বৃদ্ধ একজন। এদের জন্যই ক্রিকেট। এদের জন্যই আজ ক্রিকেটাররা তারকা, কোটি কোটি টাকার মালিক।
ভুবনেশ্বর কুমারের গালাগাল খাওয়াটা যতটা স্বাভাবিক, ততটাই অস্বাভাবিক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে রাখা ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত। ওই বৃদ্ধ মাঠে ছিলেন। তার কান্নার ছবি ধরা পড়েছে। এরকম অনেক মানুষ ভেঙে পড়েছেন ভুবনেশ্বরের জঘন্য পারফরমেন্স দেখে। তারাও হয়তো ঘরের কোনে চোখের জল ফেলেছেন। সমান গালাগাল খাচ্ছেন ভারতীয় নির্বাচকরা।