ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন 'ফুটবল সম্রাট'। কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে তার নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, শেষ বার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবারের চ্যাম্পিয়ন ছিলাম। এখন আমাদের জার্সিতে পাঁচটি তারা আছে। ষষ্ঠ শিরোপা দেখার জন্য আমার তর সইছে না।
advertisement
আরও পড়ুন - তিন গুণ কম দামে ফাইনালের টিকিট বিক্রি করছেন ভারতীয়রা ! সঙ্গে বিয়ার ফ্রি
একাধিক ফুটবল পন্ডিত জার্মানি, বেলজিয়ামকেও কাপ জয়ের দাবিদার হিসেবে মানলেও পেলে মনে করেন এবার তার প্রিয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে। নেইমারের হাতেই উঠবে ট্রফি। আর সেটা হলে যে সেলেকাওরা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে রেকর্ড গড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। 'ফুটবল সম্রাট' পেলে ইনস্টাগ্রামে দলকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
ব্রাজিলের এই হলুদ জার্সিই তার কাছে সবকিছু। পেলে মনে করেন শুধু নেইমার নয়, রড্রিগো, ভিনিসিয়াস, লুকাসদের মত আক্রমনাত্মক ফুটবলাররা ব্রাজিলের সম্পদ। মন থেকে বিশ্বাস করেন নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে ব্রাজিলকে আটকানোর মতো কেউ নেই এই বিশ্বকাপে। ব্রাজিলের প্রত্যেকটি ম্যাচ মন দিয়ে দেখবেন পেলে। একটা কমপ্লিট দল তৈরি করার জন্য কোচ তিতের কৃতিত্ব বিরাট মনে করেন পেলে।