এমনিতে আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। কখনও সৌদি আরব কখনও চিন তাদের সাহায্য করেছে। ক্রিকেটের চাপে পাকিস্তানে হারিয়ে গেছে অন্য খেলা। আগে পৃথিবীর অন্যতম সেরা হকি দল ছিল পাকিস্তান। কিন্তু সেই হকি পাকিস্তানে এখন মৃত প্রায়। সব টাকা যাচ্ছে ক্রিকেটে। ক্রিকেটারদের নতুন চুক্তির পুরো বিষয়টি করা হচ্ছে প্রাক্তন তিন অধিনায়ক মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মহম্মদ হাফিজকে নিয়ে গড়া ক্রিকেট টেকনিক্যাল কমিটির সহায়তায়।
advertisement
পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহর নেতৃত্বে এই কমিটি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে কারণে চুক্তি হওয়া নিয়ে আশাবাদী পিসিবি। তবে বাবর জানিয়েছেন শুধু টাকার জন্য নয়, যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ তাই এবার অনেক কিছু প্রমাণের আছে পাকিস্তানের। অযথা মুখে কথা বলে শক্তি ক্ষয় করতে রাজি নন।
যা করার মাঠেই করে দেখাবে পাকিস্তান। পাক ক্রিকেটাররা ৪৫% বেতন বাড়ানোর দাবি করেছিলেন। নতুন চুক্তিতে তিন সংস্করণে খেলা ক্রিকেটার, যেমন- বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের মাসে প্রায় মাসে ৪৫ মিলিয়ন পাকিস্তান রুপির (প্রায় ১৫,৯০০ ডলার) প্রস্তাব দেওয়া হতে পারে। যা আগের চুক্তির চেয়ে অনেকটাই বেশি।