তবে আইসিসির সভায় এই নিয়ে প্রতিবাদ জানাবে পাকিস্তান আগেই জানিয়ে রেখেছিলেন তিনি। স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান আসরে নেমেও অবস্থা সামাল দিতে পারেননি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পড়েছে মহাঝামেলায়! তাদের দাবি, পাকিস্তান ক্রিকেট আয়োজনের জন্য নিরাপদ। কিন্তু আফগানিস্তানে পরিবর্তিত পরিস্থিতির পর আফগানদের প্রতিবেশী বলে পাকিস্তানে সন্ত্রাসী হামলার শঙ্কা আরও বেড়েছে।
আরও পড়ুন - Brazil qualifier match : বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা ব্রাজিলের
advertisement
এর মধ্যে নিউজিল্যান্ড পাকিস্তান সফরে গিয়েও সন্ত্রাসী হামলার ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ খবরের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলে পাকিস্তান ছেড়ে গেছে। ইংল্যান্ডও এরপর নিরাপত্তা শঙ্কা ও খেলোয়াড়দের ক্লান্তিকে কারণ দেখিয়ে বাতিল করেছেন আগামী মাসের পাকিস্তান সফর। গত কিছুদিনে নিউজিল্যান্ডের সমালোচনা করে আসা পাকিস্তানের প্রাক্তনরা তাই এখন ইংল্যান্ডের ওপর খেপেছেন।
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মুদাসসর নজর তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শই দিয়ে রাখলেন, ভবিষ্যতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজের আগে পিসিবি যাতে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে নেয়! ইসিবিকে ‘অকৃতজ্ঞ’ও বলেছেন নজর। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের এমন সিদ্ধান্ত আসলে পাকিস্তানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলেও মনে হচ্ছে তাঁর।
আর্থিক ক্ষতি তো আছেই। সে কারণেই কি না, মুদাসসর ব্যাংক গ্যারান্টির পরামর্শ দিচ্ছেন। সম্ভবত তাঁর ভাবনাটা এই যে ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে পিসিবির ক্ষতি তো কমবেই, পাশাপাশি নিজেদের যে পরিমাণ অর্থ গচ্চা যাবে—সেটি বিবেচনায় নিয়ে পাকিস্তান সফর বাতিল করার আগে আরও তিন-চারবার ভাববে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন এরকম পদক্ষেপ নেওয়ার ভাবনা ভবিষ্যতে হলেও হতে পারে, তবে এখনই ভাবা হচ্ছে না।