এগারো বছর পর সুযোগ হাতের সামনে। তবে সেই সুযোগ প্রথম দফায় হেলায় হারাল পঞ্জাব! প্রথমবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে তারা। কিন্তু প্রীতির জন্য প্লে-অফ সুখকর হল না। চলতি মরশুমে চারটি ম্যাচ হেরেছে পাঞ্জাব। ৯টি ম্যাচ জিতেছে তারা। তবে আজ, প্লে-অফে আরসিবির সামনে যেন অসহায় আত্মসমর্পণ করল তারা।
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এই ম্যাচে ফ্লপ। একমাত্র মার্কাস স্টয়নিস ২৬ রান করলেন। পঞ্জাবের ব্যাটাররা আয়ারাম-গয়ারাম হয়ে গেলেন এদিন। ১০০ রানের গণ্ডি টপকাতেও যেন চরম কষ্ট করতে হচ্ছিল পঞ্জাবকে। সর্বসাকুল্যে ১০১ রান করতে পারল তারা।
advertisement
আরও পড়ুন- প্লেঅফে নামার আগেই এমন রেকর্ড গড়ল আরসিবি, যা আইপিএল ইতিহাসে কোনও দলের নেই
১৯ পয়েন্ট নিয়ে পঞ্জাব এবার পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এমন টিম প্লে-অফে খেলতে নেমে যেন ধসে গেল। প্রীতি জিন্টা বলিউডের ‘ডিম্পল গার্ল’ হিসেবে পরিচিত। তবে এদিন তাঁর মুখের হাসি কেড়ে নিলেন দলের ক্রিকেটাররা। এতগুলো বছর ধরে স্পোর্টস ম্যানেজমেন্টে বিচক্ষণতা দেখিয়েছেন প্রীতি। তবে ট্রফি জয়ের স্বাদ তিনি পাননি। এবার কি পাবেন! তা নিয়েও প্রশ্ন থেকে গেল।
দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের মধ্যে চমৎকার বোঝাপড়ার প্রশংসা করে এসেছেন প্রীতি। বলেছেন, “অধিনায়ক ও কোচ একসঙ্গে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের রসায়ন চমৎকার, যা দলের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে।” কিন্তু অধিনায়ক প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে ফ্লপ।