TRENDING:

মার খাওয়ার ভয়ে নিজে কম বল করছে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে তীব্র আক্রমণ বর্ডারের

Last Updated:

Pat Cummins grossly under bowled himself in Test series feels Sunil Gavaskar. মার খাওয়ার ভয়ে নিজে কম বল করছে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে তীব্র আক্রমণ বর্ডারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দায়িত্ব না নিয়ে লুকিয়ে থাকছে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করলেন প্রাক্তন কিংবদন্তি আল্যান বর্ডার। বর্ডার-গাভাসকর ট্রফি দখলের সম্ভাবনায় দাঁড়ি পড়েছে অস্ট্রেলিয়ার। সিরিজের প্রথম দুই টেস্টেই ভারতীয় স্পিনারদের সাঁড়া঩শি আক্রমণে কার্যত আত্মসমর্পণ করেছে তারা।
ভারতকে মোকাবিলা করতে নাকি ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
ভারতকে মোকাবিলা করতে নাকি ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
advertisement

কোনও টেস্টই চতুর্থ দিনে গড়ায়নি। তার চেয়েও তাৎপর্যপূর্ণ হল, প্যাট কামিন্সের দলকে দিশেহারা দেখিয়েছে এখনও পর্যন্ত। এই আবহে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, কামিন্সকে আতঙ্কিত দেখাচ্ছে। এমনকী ও নিজেই কম বল করেছে দিল্লি টেস্টে। ভারতের প্রথম ইনিংসে একসময় আমরা চাপে ফেলে দিয়েছিলাম বিপক্ষকে।

সেই সময় ওরা লম্বা জুটি গড়ে। কিন্তু তখন যদি দুই-তিন ওভার শর্টপিচ বল করে কামিন্স আঘাত হানতে পারত, ম্যাচের চেহারা বদলে যেত। তাঁর মতে, এটা অধিনায়ক হিসেবে কামিন্সের প্রথম সত্যিকারের পরীক্ষা। সবদিক দিয়ে চ্যালেঞ্জের মুখে ও পড়েছে। ওকে তাই উদ্বিগ্ন দেখাচ্ছে।

advertisement

আরও পড়ুন - ইডেনে কদিনের মধ্যেই শুরু হবে কেকেআর অনুশীলন! রাসেল, নারিনদের দেখতে ভিড় জমবে মাঠে

নিজেই বল করতে ভুলে যাচ্ছে ও। দলের পয়লা নম্বর জোরে বোলারই ক্যাপ্টেন হলে এমন পরিস্থিতিতে অবশ্য এটা হতেই পারে। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলি বলেছেন, কোটলা টেস্টের শেষ ইনিংসে ঠিকভাবে ফিল্ডিং সাজাতে পারেনি কামিন্স। মানসিকভাবে চাপে পড়ে যাওয়ার জন্যই এটা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্যাটের কাছাকাছি ক্যাচ লোফার জন্য অতিরিক্ত ফিল্ডার রাখা দরকার ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তার পরিবর্তে দেখলাম সীমানার কাছে ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে। বোলিং পরিবর্তন, ফিল্ডার সাজানো— সবকিছু একসঙ্গে করার জন্য কিন্তু প্রচুর মানসিক শক্তির প্রয়োজন পড়ে। প্যাট নিজেও জানেন পাকিস্তানের গিয়ে টেস্ট জয় এবং ভারতে এসে টেস্ট জয় এক জিনিস নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মার খাওয়ার ভয়ে নিজে কম বল করছে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে তীব্র আক্রমণ বর্ডারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল