তবে এতকিছুর মধ্যেও ক্রীড়াপ্রেমিদের মনে প্রশ্ন কোন চ্যানেলে ও কোন অ্যাপে লাইভ দেখা যাবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’? অনলাইনে ফ্রি-তে কি দেখা যাবে এবারের অলিম্পিক্স? টিভিতে প্যারিস অলিম্পিক্স দেখতে হলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮-এর একাধিক চ্যানেলে। য়েখানে মোট চারটি ভাষায় সম্প্রচারিত হবে অলিম্পিক্স ২০২৪। এই প্রথমবার ২০টি পরপর চলতে থাকা ফিডে দেখানো হবে অলিম্পিক গেমস। যা আগে কখনও ভারতে হয়নি। পাশাপাশি একটি ‘ডেডিকেটেড’ ফিড থাকবে ভারতের জন্য। এছাড়া একটি ফিডে শুধু ভারতের খেলা দেখানো হবে।
advertisement
এর পাশপাাশি ক্রীড়া প্রেমিদের জন্য সুখবর হল জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে প্যারিস অলিম্পিক্স। ভায়াকমের স্পোর্টসের হেড অফ কনটেন্ট সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, এবারের অলিম্পিক্সে দর্শকদের কাছে এমন অভিজ্ঞতা তুলে ধরবেন তারা যা এর আগে কোনও হয়নি। আর শুধু মাত্র ভারতের খেলার জন্য আলাদা ফিড তা অন্য মাত্র তুলে ধরবে ক্রীড়াপ্রেমিদেপর কাছে।
প্রসঙ্গত, গত টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছিল ভারত। একমাত্র সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার পদক সংখ্যা গতবারের থেকে অনেক বেশি পদক জয়ের টার্গেট করেছে ভারতীয় অ্যাথলিটরা। আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ।