যে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের ও সর্বোজিত সিং। সেই একই বিভাগের ফাইনালে রুপো জেতেন তরস্কের ইউসুফ ডিকেচ ও তাঁর পার্টনার ইলায়দা তারহান। গোল্ড মেডেল ম্যাচে সার্বিয়ার কাছে হেরে গেলেও ডিকেচের আদব-কায়দা মন জয় করে নিয়েছে সকলের।
এই ধরনের শুটিং প্রতিযোগিতায় নামার জন্য বন্দুক ছাড়াও অন্যান্য প্রতিযোগীরা ব্যবহার করেন লক্ষ্যস্থির করার জন্য একদিক ঢাকা বিশেষ চশমা, লেন্স, বাইরের আওয়াজ যাত কানে না আসে বিশেষ ধরেনর হেডফোন। অনেকে বিশেষ পোশাকও ব্যবহার করে থাকেন। কিন্তু ডিকেচ যেভাবে পার্কে জগিং করতে আসার মত বিন্দাস মুডে শুটিং করলেন তা অবাক করার মত।
advertisement
তুরস্কের শুটার ইউসুফ ডিকেচকে ফাইনাল ম্যাচে দেখা যায় একটি টি-শার্ট, চোখে সামান্য গ্লাস পরে। শুটিং করার সময় দেখা যায় এক পকেটে হাত রেখে বিন্দাসভাবে লক্ষ্যভেদ করে যাচ্ছেন তিনি। এমন ঠান্ডা মানসীকতায় কীভাবে তিনি লক্ষ্যভেদ করছেন তা মন জিতে নিয়েছে নেট দুনিয়ার।