TRENDING:

ফাইনালে বড় স্কোর করতে ব্যর্থ পাকিস্তান, বিশ্বসেরা হতে ইংল্যান্ডের টার্গেট ১৩৮

Last Updated:

টি-২০ বিশ্বকাপ ফাইনালেপাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচে। রবিবার মেলবোর্নে ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করল পাকিস্তান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালের প্রথমার্ধের খেলায় আধিপত্য বজায় রেখে খেলল ইংল্যান্ড। ইংল্যান্ড বোলিং অ্যাটাকের সামনে কার্যত ধরাশায়ী পাকিস্তানের ব্যাটিং লাইন। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বাবর আজমের দলের। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন করেন শান মাসুদ। ব্রিটিশদের হয়ে সবথেকে বেশি ৩টি উইকেট নেন স্যাম কারন।
advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তবে বড়া স্কোর করতে পারেননি দুই তারকা। প্রথম উইকেট পড়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। ছোট ছোট পার্টনারশিপ হলেও বড় পার্টনারশিপ করতে পারেননি পাক ব্যাটাররা। যার ফলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি পাকিস্তান।

advertisement

পাক দলের হয়ে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন শান মাসুদ ও বাবর আজম। বাবর ও মাসুদের ৩৯ রানের পার্টনারশিপ করেন। এছাড়া শান মাসুদ ও শাদাব খান ৩৬ রানের পার্টনারশিপ করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শান মাসুদ। এছাড়া ৩২ রান করেন বাবপ আজম। এর বাইরে শাদাব খান ছাড়া কোনও ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পেসার থেকে স্পিনার ইংল্যান্ডের বোলিং লাইনে সকলেই ভালো পারফর্ম করেন। স্যাম কারন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আদিল রাশিদ ও ক্রিস জর্ডান। একটি উইকেট নেন বেন স্টোকস। ভালো বোলিং করার পর টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার বিশ্বসেরা হতে ইংল্যান্ডের টার্গেট ১৩৮ রান।

বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালে বড় স্কোর করতে ব্যর্থ পাকিস্তান, বিশ্বসেরা হতে ইংল্যান্ডের টার্গেট ১৩৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল