টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। তবে বড়া স্কোর করতে পারেননি দুই তারকা। প্রথম উইকেট পড়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। ছোট ছোট পার্টনারশিপ হলেও বড় পার্টনারশিপ করতে পারেননি পাক ব্যাটাররা। যার ফলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি পাকিস্তান।
advertisement
পাক দলের হয়ে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন শান মাসুদ ও বাবর আজম। বাবর ও মাসুদের ৩৯ রানের পার্টনারশিপ করেন। এছাড়া শান মাসুদ ও শাদাব খান ৩৬ রানের পার্টনারশিপ করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শান মাসুদ। এছাড়া ৩২ রান করেন বাবপ আজম। এর বাইরে শাদাব খান ছাড়া কোনও ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
পেসার থেকে স্পিনার ইংল্যান্ডের বোলিং লাইনে সকলেই ভালো পারফর্ম করেন। স্যাম কারন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আদিল রাশিদ ও ক্রিস জর্ডান। একটি উইকেট নেন বেন স্টোকস। ভালো বোলিং করার পর টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার বিশ্বসেরা হতে ইংল্যান্ডের টার্গেট ১৩৮ রান।