সোশ্যাল মিডিয়ায যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে , পাকিস্তান দলের প্লেয়ার সহ বাকি সদস্যরা বিমানবন্দর থেকে বেরনোর পর তাঁদের লাগেজ নিয়ে একটি কন্টেনার ট্রাকের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে একএক করে তাদের জিনিস লোড করছেন। মহম্মদ রিজওয়ানকে দেখা যায় ট্রাকের উপরে উঠে লাগেজ লোড করছেন। এই ভিডিও সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক।
advertisement
এছাড়া পাকিস্তান ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ায় পৌছায় তাদের স্বাগত জানানোক জন্যও কোনও প্রতিনিধি ছিল না বলে অভিযোগ। যার ফলে আরও একবার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার অতিথি আপ্যায়ন নিয়ে। স্বগত জানানো তো দূরের কথা, একপ্রকার কুলির ভূমিকায় দেখা গেল পাকিস্তান ক্রিকেটারদের।
প্রসঙ্গত,অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর পাক দলকে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন সান মাসুদ। ১৪-১৮ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট, ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় ও বক্সিং ডে টেস্ট, ৩-৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট।