শ্রীলঙ্কার হারে আবার চলে এসেছে সুযোগ। আজ লিডসে আফগানিস্তানের বিরুদ্ধে কোনও অঘটন চান না সরফরাজরা। ভারতের বিরুদ্ধে হেরে ধুঁকতে থাকা টিমটা আত্মবিশ্বাসী হয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে হারিয়ে। আফগানিস্তানকে হারালে পাকিস্তানের সামনে থাকছে সোজা চার নম্বরে উঠে যাওয়ার সুযোগ। তাই জেতার জন্য আজ সর্বস্ব বাজি রেখে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নামছে পাকিস্তান ৷
advertisement
আফগান টিমকে বিপদে ফেলতে এদিন তৈরিই ছিল পাক অস্ত্র পেসার শাহিন আফ্রিদি ৷ ১৯ বছর বয়সী এই ফার্স্ট বোলারের কারণে শুরুতেই জোড়া ধাক্কা আফগান শিবিরে ৷ পঞ্চম ওভারে আফ্রিদি বল হাতে নিতেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার রহমত শাহ ও অধিনায়ক গুলাবদিন নাইব ৷ এরপর আফগান শিবিরে একের পর এক ধাক্কা ৷ পর পর উইকেট হারিয়ে রানের গতি কমলেও রুখে দাঁড়ান আসগর আফগান (৩৫ বলে ৪২) এবং ইকরাম আলিখিল (৬৬ বলে ২৪) ৷ এদের ৬৪ রানের পার্টনারশিপে ভর দিয়েই আফগানরা ২৯ ওভারে ১৩০ রানে পৌঁছে যান ৷ আফগান জোড়া ফলা ফিরতেই ফের ম্যাচের রাশ আসে পাকিস্তানের হাতে ৷
এবার পালা পাক ইনিংসের ৷ অন্যদিকে, আফগান বোলার রশিদ খান সেরা ফর্ম না থাকলেও তাকে হাল্কাভাবে নিচ্ছে না পাকিস্তান৷
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফকর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মহম্মদ আমের, ওয়াহাব রিয়াজ ও শাহিন আফ্রিদি।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি, আসঘর আফগান, সামিউল্লাহ শিনওয়ারি, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলিখিল, রশিদ খান, হামিদ হাসান ও মুজিব উর রহমান।