সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদির সঙ্গে। কিন্তু শ্বশুর হয়েও আফ্রিদি নিজের ফিটনেস যেমন ধরে রেখেছেন, তেমনই সত্যি কথা বলতে ভয় পান না। ভারত ক্ষমতার প্রয়োগ করছে ক্রিকেটবিশ্বে নিজেদের শক্তি রয়েছে বলেই। পাকিস্তানের সামা টিভিতে শাহিদ আফ্রিদি বলেছেন, কেউ যদি নিজের পায়ে দাঁড়াতে অক্ষম হয় তা হলে এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।
advertisement
আরও পড়ুন - বাংলার দীপ্তির হাত ধরে মেয়েদের বিশ্বকাপে নতুন স্বপ্ন দেখছে ভারত, গড়লেন অনন্য নজির
অনেক বিষয়ে ভাবতে হবে পাকিস্তান বোর্ডকে। ভারত যদি রক্তচক্ষু দেখায় বা কোনও কঠিন সিদ্ধান্ত নেয়, তা হলে নিজেদের শক্তিশালী করে তুলেছে বলেই সেটা করতে পারে। ওদের ক্ষমতা রয়েছে বলেই এত কথা বলতে পারে। না হলে ওদের সাহস থাকত। নিজের ক্রিকেট জীবনে আফ্রিদি ভারতের বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছেন। অনেক ম্যাচে একার হাতে পাকিস্তানকে জিতিয়েছেন। আবার হেরেওছেন।
কিন্তু বরাবর আফ্রিদি বলে এসেছেন ক্রিকেটকে কিভাবে বড় ব্যবসায়িক রূপ দিতে হয় সেটা ভারতের মতো করতে পারেনি অন্য কোনও দেশ। সেটা পাকিস্তানের করতে অনেক দেরি আছে। ভারতের কাছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী ক্রিকেট বোর্ডরাও এখন সমঝে চলে।
কিছু দিন আগেই পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করেছেন আফ্রিদি। তিনি আরও বলেছেন, জানি না পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত আসবে কিনা, বা ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে কিনা। কিন্তু কোনও এক দিন আমাদের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে।
আইসিসি-র ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু ওরাও ভারতের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না।নাজম চেয়ারম্যান হয়ে জানিয়েছেন, দেশের সরকার যা বলবে সেটাই মেনে চলবেন তাঁরা। শোনা যাচ্ছে এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু সেটা বোঝা যাবে শনিবার বৈঠকের পর।