স্বাভাবিকভাবেই অজিদের বিরুদ্ধে এই দ্বি-পাক্ষিক সিরিজ পাকিস্তানের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে উড়ে গিয়েছে। পাকিস্তানও প্রাথমিকভাবে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে। তবে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেতে হয় তাদের। কেননা একে একে তিনজন ক্রিকেটার চোট পেয়ে স্কোয়াড থেক ছিটকে গিয়েছেন।
advertisement
অল-রাউন্ডার মহম্মদ নওয়াজ পায়ের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়া না হলেও রিজার্ভ স্কোয়াড থেকে সরফরাজ আহমেদ ও নাসিম শাহকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এবার চোটের জন্য সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের দুই নির্ভরযোগ্য তারকা হাসান আলি ও ফহিম আশরাফ। পেসার হাসান আলি ও অল-রাউন্ডার ফহিম আশরাফ পাকিস্তান সুপার লিগের আসরে চোট পেয়েছেন।
পিসিবির তরফে বিজ্ঞপ্তি জারি করে আশা প্রকাশ করা হয় যে, দ্বিতীয় টেস্টের সময় দুই তারকা ফিট হয়ে উঠতে পারেন। দু'জনের পরিবর্ত হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে জুড়ে দেওয়া হয়েছে পেসার মহম্মদ ওয়াসিম ও অল-রাউন্ডার ইফতিকার আহমেদকে। উল্লেখ্য, ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
পরে ১২ মার্চ থেকে করাচিতে খেলা হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, হাজেলউডদের মত ক্রিকেটাররা অবশ্য টেস্ট সিরিজ খেলেই চলে আসবেন ভারতে। একদিনের এবং টি টোয়েন্টি সিরিজে থাকবেন না তারা।