TRENDING:

IND vs PAK: বড় খবর, জুনেই ভারতে আসছে পাকিস্তান! বেঙ্গালুরুতে হবে সব খেলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ক্রিকেট যেটা করতে পারেনি সেটাই করে দেখাতে চলেছে ভারতীয় ফুটবল। ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসবে কিনা এই নিয়ে দরকষাকষি অব্যাহত। কিন্তু ভারতের মাটিতে আগামী এক দেড় মাসের মধ্যে পাকিস্তান ফুটবল দল খেলতে আসছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে। ফুটবল সমর্থকদের জন্য এটা অবশ্যই দারুণ খবর। ২১ জুন শুরু হবে এই আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ জুলাই পর্যন্ত।
ভারত পাকিস্তান হবে বেঙ্গলুরুতে
ভারত পাকিস্তান হবে বেঙ্গলুরুতে
advertisement

ভারত, পাকিস্তান, কুয়েত এবং লেবানন ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ। শ্রীলঙ্কার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে না। ১৯৯৩ সাল থেকে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ। যার ১৩ টি প্রতিযোগিতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যার মধ্যে পাকিস্তান মাত্র দুবার অংশ নিতে পারেনি সাফ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে।

২০১৫ সালে ভারতে হওয়া টুর্নামেন্টে অভ্যন্তরীন ইস্যুর জন্য অংশ নিতে পারেনি পাক দল। অন্যদিকে ২০২১ সালে তারা খেলতে পারেননি কারণ সেই সময়ে তাদের উপর ফিফার নিষেধাজ্ঞা ছিল। গত বছর অবশ্য ফিফার সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। ফলে এই বছরের টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাদের। এআইএফএফের সেক্রেটারি সাজি প্রভাকরন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাকিস্তান থেকে ভারতে ফুটবলাররা খেলতে আসলে আমি মনে করি কোনও ধরনের কোন সমস্যা হবে না।

advertisement

advertisement

আমি যতদূর জানি ভারতীয় ব্রিজ দল সম্প্রতি পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেখানে তাদের কোন সমস্যা হয়নি। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। পাকিস্তান ফুটবল দল ভারতে এলে কোনও অসুবিধা হবে না তাদের কথা দিচ্ছি। ফুটবলের ফিফা তালিকায় ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে।

ভারতের অবস্থান যেখানে ১০১ নম্বরে সেখানে পাকিস্তান আছে ১৯৫ স্থানে। তাই সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপা, প্রীতম কোটালরা ফুটবল মাঠের পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট সন্দেহ নেই। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ হলে পাকিস্তান ফুটবল দল সাধ্য মতো লড়াই করবে এ কথা বলাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: বড় খবর, জুনেই ভারতে আসছে পাকিস্তান! বেঙ্গালুরুতে হবে সব খেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল