নাজাম অবশ্য জানিয়েছেন এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়। প্রাক্তন বোর্ড প্রধান রামিজ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে ভারত, তা হলে পাল্টা হিসাবে বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশে পাড়ি দেবে না পাকিস্তান। সেই কথার সূত্র ধরেই এ দিন নতুন বোর্ড প্রধান নাজাম শেঠি বলেছেন, যদি সরকার বলে যে ভারতে যেও না, তা হলে আমরা যাব না।
advertisement
আরও পড়ুন - চোট সারিয়ে মুম্বইয়ের নেটে ফের অনুশীলন শুরু রোহিতের, স্বস্তির নিঃশ্বাস ভারতীয় সমর্থকদের
ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারি মহলে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। বোর্ড শুধু মাত্র ব্যাখ্যা জানতে চাইতে পারে।
ব্যক্তিগতভাবে এখানে ক্রিকেটার অথবা বোর্ডের মানুষদের মতামত গুরুত্ব রাখে না। তবে একটি সাক্ষাৎকারে এর আগে পাকিস্তান বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন তারা যা করবেন যাতে ক্রিকেট দুনিয়াতে আলাদা না হয়ে পড়েন সেটা মাথায় রাখতে হবে।
নতুন প্রধান নির্বাচক হিসেবে শাহিদ আফ্রিদিও জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের উন্নতি করাই নতুন কমিটির একমাত্র লক্ষ্য। ব্যক্তিগতভাবে তিনি ভারতে যাওয়া বারবার উপভোগ করেছেন। হয়তো আগামী দিনেও করবেন। অর্থাৎ ভারত এবং ভারত সফর নিয়ে খুব একটা গরম কথা বলছে না পাকিস্তান বোর্ড।