TRENDING:

#Yearender2018: তিন সন্তানের মা, ৩৫-র মেরিকমের জয়ের কাহিনি গর্বিত করল প্রতিটি ভারতীয়কে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নভেম্বর মাসের ৮ তারিখে তৈরি হল ইতিহাস ৷ মেরি কম যা করলেন তাতে ভারতীয়রা গর্ব অনুভব করলেন আর কুর্নিশ করল গোটা বিশ্ব ৷
advertisement

তিনি যে চ্যাম্পিয়ন বক্সার, ৩৫ বছর বয়সেও প্রমাণ করলেন মেরি কম ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একবার সোনা জিততে সফল ভারতের এই তারকা বক্সার ৷ বুধবার ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন মেরি ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে পঞ্চমবার সোনা জিততে সফল তিনি ৷ তবে ৪৮ কেজি বিভাগে এটাই প্রথম সোনা মেরির ৷

advertisement

এর আগে চারবার এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন ৷ তবে তিন সন্তানের মা ও ৩৫ বছরের কোঠায় পৌঁছেও সেই সাফল্য যে রিপিট টেলিকাস্ট করা যায় তা প্রমাণ করলেন মণিপুরি  কন্যা ৷

গোটা বছর বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও সেখানে সাফল্য পাচ্ছিলেন না মেরি ৷ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারছিলেন না তিনি ৷ সমালোচকরা গোপনে মুখ খুলেছিলেন ৷ তাদের ইঙ্গিত ছিল শেষ মেরি কম ৷

advertisement

আরও পড়ুন - দেদার কমে গেল সোনার দর, জেনে নিন এক ক্লিকে

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাজিমাত করলেন অগ্নিকন্যা ৷ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার এদিন হারালেন উত্তর কোরিয়ার বক্সার হিয়াং মি কিম-কে ৷ ম্যাচের ফল মেরির পক্ষে ৫-০ ৷

এদিকে মেরির এই কৃতিত্বকে কুর্নিশ জানাতে মণিপুর সরকার রাস্তার নামকরণ করল তাঁর নামে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
#Yearender2018: তিন সন্তানের মা, ৩৫-র মেরিকমের জয়ের কাহিনি গর্বিত করল প্রতিটি ভারতীয়কে