TRENDING:

করোনার জেরে এ বছর বাতিল উইম্বলডনও !

Last Updated:

এ বছর কোনও ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট শেষপর্যন্ত বাতিলেরই সিদ্ধান্ত নিলেন সংগঠকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: টেনিসের চারটে গ্র্যান্ডস্ল্যামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন ৷ এ বছর করোনার জেরে শেষপর্যন্ত সেটাও বাতিল হল ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার হচ্ছে না উইম্বলডন ৷ লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এ বছর খেলা হবে না ফেডেরার, জকোভিচদের ৷ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল এই টুর্নামেন্ট। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

প্রতি বছর সাধারণ জুন মাসেই অনুষ্ঠিত হয় উইম্বলডন ৷ ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের সব টেনিস তারকারাই ৷ এ বছর কোনও ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট শেষপর্যন্ত বাতিলেরই সিদ্ধান্ত নিলেন সংগঠকরা ৷ এই মুহূর্তে বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। ব্রিটেনেও তার মারাত্মক প্রভাব পড়েছে। গত ২৪ ঘণ্টায় এই দেশে ৫০০ জনের বেশি মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে এই টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উইম্বলডন কমিটির তরফে জানানো হয়েছে, “এই মুহূর্তে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তাতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই এবারের প্রতিযোগিতা বাতিল করা হল। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
করোনার জেরে এ বছর বাতিল উইম্বলডনও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল