TRENDING:

উইম্বলডন আয়োজকরাও দ্বিধায়, কঠিন চ্যালেঞ্জের সামনে সেরেনা

Last Updated:

সেরেনা উইলিয়ামসকে নিয়ে দ্বিধাবিভক্ত উইম্বলডন আয়োজক কমিটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন :  সেরেনা উইলিয়ামসকে নিয়ে দ্বিধাবিভক্ত উইম্বলডন আয়োজক কমিটি ৷ প্রায় এক বছরের বেশি সময় ধরে সার্কিটের বাইরে সেরেনা , এই মুহূর্তে তাঁর ডাব্লু টি এ র‍্যাঙ্কিং ৪৪৯ ৷
advertisement

প্রথমে বিয়ে ও তারপর সন্তানের জন্মের কারণে টেনিসে ছিলেন না রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা ৷ এমনকি সেরেনা অ্যালেক্সি অলিম্পিয়া –র জন্মের সময়ে বেশ খানিকটা বিপদ্দজনক জায়গাতেও চলে গিয়েছিলেন ৷ ব্লাড ক্লটের কারণে একসময়ে মৃত্যুমুখে চলে গিয়েছিলেন সেরেনা ৷

সার্কিটে ফেরার পর নিজের বোন ভেনাস উইলিয়ামসের কাছে  ইন্ডিয়ান ওয়েলসে রাউন্ড অফ ৩২ –তে হেরে গিয়েছিলেন তিনি ৷ আর মায়ামি ওপেনে প্রথম রাউন্ডে নাওমি ওসাকার বিরুদ্ধে হেরে যান সেরেনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালকিনকে কি উইম্বলডনে বাছাইয়ের তকমা দেওয়া হবে কিনা তা নিয়েই চলছে জোর সমালোচনা ৷ দু‘পক্ষের মত দু‘রকম মেনে নিয়েছেন উইম্বলডন প্রধান ৷ ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা ৷ এবার তাঁর সামনে ফেরার কঠিন চ্যালেঞ্জ ৷

বাংলা খবর/ খবর/খেলা/
উইম্বলডন আয়োজকরাও দ্বিধায়, কঠিন চ্যালেঞ্জের সামনে সেরেনা