TRENDING:

মাত্র ৪ বছরে পোলিও আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধতার বিরুদ্ধে লড়ে একই অলিম্পিকে টানা প্রথম মার্কিন মহিলা হিসাবে টানা ৩টি সোনা জয়

Last Updated:

প্রথমে হাঁটতে পারতেন না, প্রবল লড়াই করে ঘুরে দাঁড়িয়ে, পেয়েছেন চিতার মত গতিবেগ, অনন্য নজির সৃষ্টি করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ছেলেবেলায় পোলিও জীবনের সমস্ত আশা কেড়ে নিয়েছিল ৷ তবুও সেই শিশুই খেলার দুনিয়ায় নিজের নাম নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন ৷ শারীরিক প্রতিবন্ধতা কাটিয়ে অলিম্পিকে একটি নয় তিন তিনটি সোনা জিতেছেন ৷ এই মহিলা অ্যাথলিটের নাম উইলমা রুডলফ ৷ যাঁর জীবনের গল্প অত্যন্ত প্রেরণা দায়ক ৷ তাঁর জীবনই বারেবারে প্রমাণ করেছে যে জীবনে কোনও কিছুই অসম্ভব নয় ৷ ইউলমা রুডলফ আমেরিকার এক দরিদ্র পরিবারে হয়েছিল ৷ মাত্র ৪ বছর বয়সে পোলিওর শিকার হয়েছিলেন তিনি ৷
advertisement

উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷

লাঠির সাহায্যেই পথে চলাফেরা করতে হত ৷ চিকিৎসকেরাও নিশ্চিত করেছিলেন যে কখনও নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না তিনি ৷ তবুও কঠিন পরিস্থিতিতে হেরে যাওয়া নয়, ক্রমশই লড়াই চালিয় গিয়েছেন ৷ তিনি দৌড় ঝাঁপ করতে চাইতেন তাই বিভিন্ন রকমের প্রয়াস করতেন তিনি ৷ সব সময়েই মাকে দৌড় ঝাঁপ করার বিষয়ে প্রশ্ন করতেন উইলমা ৷ ক্রমাগত জেদ ও অদম্য প্রয়াসে মাত্র ৯ বছর বয়সে চলাফেরা করতে শুরু করেছিলেন তিনি ৷ ১৩ বছর বয়সে প্রথমবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷

advertisement

উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷

১৪ বছর বয়স থেকে জীবন বদলাতে শুরু করে ৷ যখন হাইস্কুলে বাস্কেটবল খেলা শুরু করেছিলেন ৷ ১৪ বছর বয়সেই টেনিস সামার ক্যাম্পে জয়লাভ করেছিলেন ৷ ১৯৫৬ সালে উইলমা অলিম্পিকের ট্রেড অ্যান্ড ট্রায়াল ফিল্ডে অংশগ্রহণ করেছিলেন ৷ মেলবোর্ন অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে পরবর্তী পর্যয়ে পৌঁচেছিলেন ৷ তবে রিলে রেসে রুপোর পদক পেয়েছিলেন ৷ ১৯৬০ সালে উইলমা অলিম্পিকে ১০০, ২০০, ১০০X৪ রিলে রেসে সোনার পদক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ৷ এক অলিম্পিকে ৩টি সোনার পাওয়ার মত বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন ৷

advertisement

উইলমা রুডলফ ৷ সংগৃহীত ছবি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

তিনিই প্রথম মার্কিন মহিলা ছিলেন যিনি একটি অলিম্পিকে ৩টি সোনার পদক জিতেছিলেন ৷ সেই সময়ে তিনি সব থেকে দ্রুত গতিতে দৌড়তে পারতেন মাত্র ২৩.২ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে সবাইকে তাক লাগিয়েছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ৪ বছরে পোলিও আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধতার বিরুদ্ধে লড়ে একই অলিম্পিকে টানা প্রথম মার্কিন মহিলা হিসাবে টানা ৩টি সোনা জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল