TRENDING:

সরকারী অনুদানের টাকা নয় ছয় করার অভিযোগ ভিনেশ ফোগাটের কোচের বিরুদ্ধে

Last Updated:

ভিনেশ দু বছর হাঙ্গেরিতে প্রশিক্ষণ নিয়েছে। তার কোচ ওয়ালর আকোসও হাঙ্গেরি থেকেই আসছেন। তিনি তার প্রশিক্ষণ পদ্ধতি দিয়ে আমাদের বোকা বানিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

'ভিনেশ দু বছর হাঙ্গেরিতে প্রশিক্ষণ নিয়েছে। তার কোচ ওয়ালর আকোসও হাঙ্গেরি থেকেই আসছেন। তিনি তার প্রশিক্ষণ পদ্ধতি দিয়ে আমাদের বোকা বানিয়েছেন। তিনি তার স্ত্রী মারিয়ানা সাস্টিনকে এবং ভিনেশকে একসাথে হাঙ্গেরিতে প্রশিক্ষণ দেন। তার স্ত্রীও কোয়ালিফাই করেছিল, কিন্ত হেরে গেছিল প্রথম রাউন্ডেই। অতএব এটাই সম্ভাব্য যে তিনি ভারত সরকারের অনুদানের টাকা ব্যবহার করেছেন তার স্ত্রী এর প্রশিক্ষণের জন্য।'

advertisement

ভারতীয় অলিম্পিক প্রতিযোগীদের জন্য সরকারী অনুদান সংস্থা 'টপস' Theke ১.৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল আকোসকে ২০১৬ থেকে ২০২১ জুড়ে। ভিনশের পদক জয়ের স্বপ্ন ভেঙে গেল কোয়ার্টার ফাইনালে যখন তিনি বেলারুশের ভানেসার কাছে ৫৩ কেজির ফ্রিষ্টাইল ইভেন্টে পরাজিত হন। তিনি সুইডেনের সোফিয়া মাটসনকে শেষ ষোলোর রাউন্ডে ৭-১ এর হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন।

advertisement

ভিনেশকে কোয়ার্টার ফাইনালে ভানেসা ম্যাটের সাথে পিন করে হারান। কিন্ত সেমিফাইনালে চিনের কিনু পাংয়ের সাথে ২-২ তে ড্র করেন এবং শেষ অবধি জয়ী নির্ণয় করা হয় কিনু পাংকেই। কুস্তি ফেডারেশন প্রেসিডেন্ট তার পরাজয়ের পর বৈঠক ডাকেন এবং তিনি সেখানে বলেন কুস্তিতে ভারতের দুটো মেডেল এলে, সেটা ব্যর্থতা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রবি দাহিয়া এবং বজরং পুনিয়া একমাত্র এরাই কুস্তিতে ভারতের হয়ে পদক এনেছেন। রবি জিতেছেন রূপো এবং বজরং নিয়ে এসেছেন ব্রোঞ্জ।ভিনেশ চার বছর আগে রিও অলিম্পিকে চোট পেয়ে ফিরে এসেছিলেন। অলিম্পিকে নামার আগে ভাল ফর্মে ছিলেন। কিন্তু তাঁর অন্তত ব্রোঞ্জ পদক না পাওয়া ব্যর্থতা বটেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সরকারী অনুদানের টাকা নয় ছয় করার অভিযোগ ভিনেশ ফোগাটের কোচের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল