কার্লসেন অবশ্য এখনও পয়েন্ট সংগ্রহের নিরিখে আনন্দের থেকে কিছুটা এগিয়ে রয়েছেন। আবার এই একই সময় ইডেনে বসছে প্রথমবার গোলাপি বলের দিন-রাতের টেস্টের আসর। টেস্টের কোনও একদিন আনন্দ এবং কার্লসেনকে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করতে দেখা যেতে পারে ৷
advertisement
শেষবার চেন্নাইয়ে এসেছিলেন। কলকাতা আসা হয়নি। কিন্তু এবার বিশ্ব দাবার আসরে যোগ দিতে শহরে আসছেন ম্যাগনাস কার্লসেন। বৃহস্পতিবার শহরে ঘোষণা হল গ্র্যান্ড চেস ট্যুরের সূচি। কার্লসেন ছাড়াও ওই টুর্নামেন্টে খেলবেন বিশ্বনাথন আনন্দ, ডিং লিরেন, হিকারু নাকামুরার মতো তারকারা। এশিয়ার মাটিতে প্রথমবার এই খেলা হবে। বুখারেস্টে আপাতত চলছে এই ট্যুরের আরও একটি পর্ব। গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে কলকাতায়। টুর্নামেন্টের ফাইনাল হবে লন্ডনে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৷
২২ তারিখ ইডেন টেস্টের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিতে হবে এই টুর্নামেন্ট। ২১ তারিখ শহরের এক পাঁচতারায় হবে ড্র। তাতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হাজির করার চেষ্টা করছেন উদ্যোক্তারা।

