ডান্স ভিডিও (dance video) তিনি শেয়ার করেছেন দিওয়ালি সিরিজে৷ সেখানে তাঁর বিভিন্ন দারুণ ছবির পাশাপাশি ১২ লক্ষ ভিউ হয়ে গেছে৷ এই ভিডিওতে সিন্ধু হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন "#traditional #dance #love #music #dancelove"- তার সঙ্গে দিয়া ইমোজি৷
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)-
advertisement
প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) সোমবারই পি ভি সিন্ধুকে (PV Sindhu) রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ দিয়ে দেন৷ সেখানে তিনি বলেছেন, ‘‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত, আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ৷ সমস্ত মন্ত্রী ও প্রেসিডেন্ট স্যার আমাকে এই সম্মান দিয়েছেন৷ আমি খুবই খুশি এই ধরণের সম্মান খুবই উৎসাহ দেয়৷ সামনে আরও ভালো করব৷’’ পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর এই কথা সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে৷
তিনি বলেছেন, ‘‘ নিশ্চিতভাবে আমি বেশি খাটব, আমার সামনে কতগুলি টুর্নামেন্ট রয়েছে৷ আমি সেগুলিতে খুবই ভালো খেলব৷ ’’
২০১৫ সালে পদ্মশ্রী পেয়েছেন পিভি সিন্ধু৷ সেটা ভারতের চতুর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড৷ এছাড়া তিনি ২০১৬ সালে খেলরত্ন পান৷ তিনি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছেন৷
এখন 'Love Nwantiti' সারা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয়৷ পিভি সিন্ধুও সেই চ্যালেঞ্জেই যোগদান করলেন৷ সারা পৃথিবীর গ্লোবাল চার্টে এটা ১.১ কোটি ভিউ পেয়েছে৷
