TRENDING:

US Open 2019: 'টিনেজার' বিয়াঙ্কার প্রথম গ্র্যান্ডস্লাম, এ বারও পারলেন না সেরেনা

Last Updated:

৯৯৯ সালে যখন তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন সেরেনা উইলিয়মস, তখনও জন্মই হয়নি বিয়ানকা আন্দ্রেস্কুর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: ১৯৯৯ সালে যখন তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন সেরেনা উইলিয়মস, তখনও জন্মই হয়নি বিয়াঙ্কা আন্দ্রেস্কুর৷ এমনই এক কানাডিয়ান টিনেজারের হাতেই ফ্লাশিং মিডোয় ধরাশায়ী হলেন সেরেনা৷ প্রথম কানাডিয়ান হিসেবে ইউএস ওপেন জিতলেন ১৯ বছর বয়সি আন্দ্রেস্কু৷ নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ৩৭ বছর বয়সি সেরেনাকে ৬-৩, ৭-৫ গেমে হারান তিনি।
advertisement

ইউএস ওপেন হাতে খেতাব বিয়াঙ্কা আন্দ্রেস্কু

২০০৬ সালে ইউএস ওপেনে মারিয়া শারাপোভার রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডস্লাম খেতাব তুললেন বিয়াঙ্কা৷ সন্তানের জন্ম দিয়ে মাঠে ফেরার পর এই নিয়ে চারটি গ্র্যান্ডস্লাম ফাইনাল হারলেন সেরেনা উইলিয়মস৷ 'এটা আমার কাছে এত বড় প্রাপ্তি যে বলে বোঝাতে পারব না৷ কঠিন পরিশ্রম করেছিলাম এই মুহূর্তটার জন্য,' ইউএস ওপেন হাতে আবেগে ভাসলেন বিয়াঙ্কা৷ একই সঙ্গে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলেন কানাডিয়ান টিনেজার৷

advertisement

ইউএস ওপেন ফাইনালে সেরেনা

আন্দ্রেস্কু গ্র্যান্ডস্লামের ফাইনালে এই প্রথম। প্রথমবারেই বাজিমাত৷ সেরেনার এটি ছিল ৩৩তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। ফ্ল্যাশিং মিডোতে চ্যাম্পিয়ন হয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়মস।

advertisement

বিয়াঙ্কার খেলার প্রশংসায় পঞ্চমুখ সেরেনাও৷ বললেন, 'আন্দ্রেস্কু অবিশ্বাস্য খেলেছে। ওর জন্য আমি গর্বিত এবং আনন্দিত।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও দেখুন: স্তনের ক্যান্সারের সচেতনতা বাড়াতে অভিনব প্রচার, নগ্ন হলেন তারকা- দেখুন ভিডিও

বাংলা খবর/ খবর/খেলা/
US Open 2019: 'টিনেজার' বিয়াঙ্কার প্রথম গ্র্যান্ডস্লাম, এ বারও পারলেন না সেরেনা