আমেরিকার জেনিফার মুনিকো ফার্নান্দেজের (Jennifer Mucino Fernandez) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটে হারতে হলেও দ্বিতীয় সেটে ফিরে আসেন ভারতের তিরন্দাজ। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরে আসেন তিনি। তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা। ২৭-২৫ ব্যবধানে। তবে চতুর্থ সেট হারতে হয় তাঁকে। মুনিকো এই সেটে জয় পান ২৪-২৫ ব্যবধানে। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে পরের রাউন্ডে (pre quarter finals) যাওয়া নিশ্চিত করেন ভারতের এই তিরন্দাজ।
advertisement
ছেলেদের ব্যক্তিগত বিভাগে প্রবীণ যাদবকে দ্বিতীয় রাউন্ডে হারতে হলেও মহিলাদের বিভাগে জয় পেলেন দীপিকা। এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ। দীপিকা এদিন অনেক শান্ত ছিলেন। লক্ষ্যস্থির ছিল। দেখে মনে হচ্ছিল অনেক বেশি ধারাবাহিক।
তবে পরের রাউন্ডে আরও কঠিন লড়াই অপেক্ষা করে আছে তার জন্য। দেশজুড়ে শুটিং তারকাদের পাশাপাশি তীরন্দাজদের নিয়েও অনেক সমালোচনা হয়েছে। পদক জিতে দীপিকা জবাব দিতে চাইবেন সেটাই স্বাভাবিক। সামনের পথটা অত্যন্ত কঠিন। দক্ষিণ কোরিয়া, তাইপেই অত্যন্ত শক্তিশালী দল। দেখা যাক দীপিকা লড়াইয়ের দাম পান কিনা।
