TRENDING:

#BigNews: করোনা ভাইরাসের জেরে ২ বছর পিছিয়ে যেতে পারে Tokyo Olympics

Last Updated:

এমনটাও হতে পারে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও:  হুহু করে বিশ্ব জুড়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৷ এই প্রেক্ষিতে টোকিওতে হতে চলা অলিম্পিক্সকে ঘিরেও ঘোর সন্দেহের মেঘ ৷ এরই মধ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য ৷  এখনও অবধি অলিম্পিক কমিটি সরকারিভাবে বিবৃতি জারি রেখেছে ৷তবে জাপানের অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানা গেছে অলিম্পিক্স বন্ধ করে দেওয়ার চেয়ে ভালো উপায় তা বছর দুয়েকের জন্য পিছিয়ে দেওয়া ৷
advertisement

এই প্রস্তাবের প্রেক্ষিতে জোর আলোচনা শুরু হয়েছে যে অলিম্পিক্সের মতো ইভেন্ট যার জন্য চার বছর বা তারও বেশি সময় ধরে অ্যাথলিট ও দেশগুলি তৈরি হয় তাদের কাছে এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর হবে ৷ তার চেয়ে যদি এক বা দু বছরের জন্য পিছিয়ে দেওয়া হয় তাহলে তা ক্রী়ড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের কাছে তা ভালো খবর হবে ৷ টোকিও অলিম্পিক্স এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হারুয়ুকি তাকাহাশি বলেছেন, এই মুহূর্তে কমিটি এই বিষয় নিয়ে চিন্তা করছে যে করোনা ভাইরাস খেলার ওপর কতটা ও কীরকম প্রভাব বিস্তার করতে পারে ৷ ডিসেম্বর মাসের বৈঠকে অবশ্য করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়নি কারণ সে সময় এই বশিয়টি এত মারাত্ম বড় হয়ে ওঠেনি ৷

advertisement

আরও পড়ুন - #IndvsSA: প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া,ভাসতে চলেছে ধরমশালা!

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

একটি আন্তার্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , আমার মনে হয় না খেলা বন্ধ করে দেওয়া হবে ৷ এটা সাময়িক স্থগিত করা হতে পারে, কারণ আইওসি যদি তা করে তাহলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুূখি হবে ৷ ’ এছাড়াও আরও বলা হয়েছে , ‘আর যদি এক বছরের জন্য এই ইভেন্ট পিছিয়ে দেওয়া হয় তাহলে অন্য একাধিক বড় ইভেন্টের সঙ্গে ক্ল্যাশ হবে ৷ ’এপ্রিল মাস থেকে আরও গুরুতর ভাবে এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
#BigNews: করোনা ভাইরাসের জেরে ২ বছর পিছিয়ে যেতে পারে Tokyo Olympics
Open in App
হোম
খবর
ফটো
লোকাল