এই প্রস্তাবের প্রেক্ষিতে জোর আলোচনা শুরু হয়েছে যে অলিম্পিক্সের মতো ইভেন্ট যার জন্য চার বছর বা তারও বেশি সময় ধরে অ্যাথলিট ও দেশগুলি তৈরি হয় তাদের কাছে এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর হবে ৷ তার চেয়ে যদি এক বা দু বছরের জন্য পিছিয়ে দেওয়া হয় তাহলে তা ক্রী়ড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের কাছে তা ভালো খবর হবে ৷ টোকিও অলিম্পিক্স এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হারুয়ুকি তাকাহাশি বলেছেন, এই মুহূর্তে কমিটি এই বিষয় নিয়ে চিন্তা করছে যে করোনা ভাইরাস খেলার ওপর কতটা ও কীরকম প্রভাব বিস্তার করতে পারে ৷ ডিসেম্বর মাসের বৈঠকে অবশ্য করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়নি কারণ সে সময় এই বশিয়টি এত মারাত্ম বড় হয়ে ওঠেনি ৷
advertisement
আরও পড়ুন - #IndvsSA: প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া,ভাসতে চলেছে ধরমশালা!
একটি আন্তার্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , আমার মনে হয় না খেলা বন্ধ করে দেওয়া হবে ৷ এটা সাময়িক স্থগিত করা হতে পারে, কারণ আইওসি যদি তা করে তাহলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুূখি হবে ৷ ’ এছাড়াও আরও বলা হয়েছে , ‘আর যদি এক বছরের জন্য এই ইভেন্ট পিছিয়ে দেওয়া হয় তাহলে অন্য একাধিক বড় ইভেন্টের সঙ্গে ক্ল্যাশ হবে ৷ ’এপ্রিল মাস থেকে আরও গুরুতর ভাবে এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে ৷
