ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে পাওয়া খবর অনুযায়ি এই গণ্ডগোল আপতত মিটিয়ে নেওয়া গেছে৷ বুধবার তিনি টোকিও পৌঁছে যাওয়া উচিত৷ সূত্র বলেছে, ‘এটি একটা ভুল ছিল, জেনে বুঝে এটা করা হয়নি৷ তাঁর ভিসা ৯০ দিনের জন্য বহাল ছিল৷ কিন্তু বুদাপেস্ট থেকে ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে তিনি জানতে পারেন তিনি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ৯১ দিন ছিলেন৷ ’’ সূত্র আরও জানিয়েছে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা এই ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে৷ এরপরে ফ্র্যাঙ্কফুর্টে ভারতীয় বাণিজ্যিক দূতাবাস মামলাটির নিষ্পত্তির জন্য বিমানবন্দরে পৌঁছয়৷ ’’
advertisement
ভিনেশ এই খেলার জন্য নিজের ফিজিও-র অ্যাক্রেডিটেশন চেয়েছিলেন৷ তিনি মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরেই রাতে একটি হোটেলে ছিলেন৷ সেখানেই তিনি ফের একবার করোনার জন্য আরটিপিসিআর পরীক্ষা করান৷ সেটা সেখানে জানানোও হয়৷ টোকিও বিমানবন্দরে ফের একবার তাঁর করোনা পরীক্ষা করা হবে৷
ভিনেশ ৫৩ কিলোগ্রাম মহিলা ফ্রিস্টাইল বিভাগে সোনার পদকের দাবিদার মনে করা হচ্ছে৷ পাশাপাশি নিজের গ্রুপে তিনি শীর্ষস্থানাধিকারি খেলোয়াড়৷ তাঁর ম্যাচ ৫ অগাস্ট থেকে শুরু হবে৷
