TRENDING:

Tokyo Olympics 2020: কেলেঙ্কারির একশেষ, ভিসা গণ্ডগোলের জেরে টোকিও পৌঁছতে পারলেন না Vinesh Phogat

Last Updated:

তাঁকে ঘিরে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) সোনার স্বপ্ন বুনছে দেশবাসী আর তিনিই কিনা বিমান চাপতে পারলেন না...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অলিম্পিক্স  (Tokyo Olympics)  ভারতের সবচেয়ে বড় পদকের আশা যে অ্যাথলিটকে ঘিরে সেই ভিনেশ ফোগটের (Vinesh Phogat)  টোকিও পৌঁছনো আপাতত আটকে গেল৷ মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট থেকে টোকিও অলিম্পিক্সে যাওয়ার জন্য প্লেন ধরতে পারলেন না৷ ইউরোপিয়ান সংঘ (EU) ভিসা একদিন আগে শেষ হয়ে গিয়েছিল৷ অলিম্পিক্সের আগে হাঙ্গেরিতে নিজের কোচ বালর অকোসের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি৷ তাঁর মঙ্গলবার রাতে টোকিও পৌঁছনোর কথা ছিল৷ কিন্তু জাপানের কানেক্টিং বিমান ধরার আগে ফ্র্যাঙ্কফুর্টে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়৷
advertisement

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে পাওয়া খবর অনুযায়ি এই গণ্ডগোল আপতত মিটিয়ে নেওয়া গেছে৷ বুধবার তিনি টোকিও পৌঁছে যাওয়া উচিত৷ সূত্র বলেছে, ‘এটি একটা ভুল ছিল, জেনে বুঝে এটা করা হয়নি৷ তাঁর ভিসা ৯০ দিনের জন্য বহাল ছিল৷ কিন্তু বুদাপেস্ট থেকে ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে তিনি জানতে পারেন তিনি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ৯১ দিন ছিলেন৷ ’’ সূত্র আরও জানিয়েছে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা এই ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে৷ এরপরে ফ্র্যাঙ্কফুর্টে ভারতীয় বাণিজ্যিক দূতাবাস মামলাটির নিষ্পত্তির জন্য বিমানবন্দরে পৌঁছয়৷ ’’

advertisement

ভিনেশ এই খেলার জন্য নিজের ফিজিও-র অ্যাক্রেডিটেশন চেয়েছিলেন৷ তিনি মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরেই রাতে একটি হোটেলে ছিলেন৷ সেখানেই তিনি ফের একবার করোনার জন্য আরটিপিসিআর পরীক্ষা করান৷ সেটা সেখানে জানানোও হয়৷ টোকিও বিমানবন্দরে ফের একবার তাঁর করোনা পরীক্ষা করা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

ভিনেশ ৫৩ কিলোগ্রাম মহিলা ফ্রিস্টাইল বিভাগে সোনার পদকের দাবিদার মনে করা হচ্ছে৷ পাশাপাশি নিজের গ্রুপে তিনি শীর্ষস্থানাধিকারি খেলোয়াড়৷ তাঁর ম্যাচ ৫ অগাস্ট থেকে শুরু হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: কেলেঙ্কারির একশেষ, ভিসা গণ্ডগোলের জেরে টোকিও পৌঁছতে পারলেন না Vinesh Phogat
Open in App
হোম
খবর
ফটো
লোকাল