TRENDING:

Tokyo Olympics 2020: বড় বিপদের মুখে Manika Batra, কোচ Soumyadip-র সঙ্গে গণ্ডগোলের জের

Last Updated:

মনিকার নিজের কোচের কোর্টে প্রবেশের অনুমতি নেই৷ টোকিও অলিম্পিক্সের প্রথম পর্বের ম্যাচে তিনি জাতীয় কোচ (Manika Batra Coach Controversy) সৌম্যদীপের থেকে পরামর্শ নিতে অস্বীকার করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) টেবল টেনিসে তৃতীয় রাউন্ডে পৌঁছে ইতিহাস তৈরি করেছেন মনিকা বাত্রা (Manika Batra) বড় মুশকিলে পড়তে পারেন৷ তাঁর পারফরম্যান্সেরপাশাপাশি এখন জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের (Soumyadeep Roy) সাহায্য নিতে অস্বীকার করার ঘটনা বড় আকার নিচ্ছে৷ দেশে ফিরলে তাঁকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে টিটিএফআই ( TTFI)৷
advertisement

TTFI-র মহাসচিব জানিয়েছেন মনিকার বিরুদ্ধে দেশে ফিরলে পদক্ষেপ নেওয়া হবে৷ মণিকার অভিযোগ ছিল সুতীর্থার কোচকে জাতীয় দলের কোচ করা অপেশাদার ছিল ৷ এটা সঠিক ঘটনা সুতীর্থা সৌম্যদীপের অ্যাকাডেমিরই ছাত্রী৷ কিন্তু এই মুহূর্তে সৌম্যদীপই জাতীয় কোচ৷ এই অবস্থায় কিছুভাবেই সৌম্যদীপকে শুধুমাত্র সুতীর্থার কোচ বলা যায় না৷

তিনি জানিয়েছেন মনিকার সঙ্গে তাঁর কোচকে অলিম্পিক্সে যাওয়ার অনুমতি দেওয়া যায় না৷ তিনি জানতেন করোনার কারণে কতজন কোচ যেতে পারবেন তার সংখ্যা আগে থেকেই নির্ধারিত ছিল৷ প্রতিটা ক্রীড়াবিদ জানতেন কীরকমভাবে কোচেরা টোকিও অলিম্পিক্সে যাবেন৷

advertisement

tokyo olympics 2020: table tennis player manika batra may face action from ttfi after she refuses national coach soumyadeep roy- Photo Courtesy- SAI

advertisement

মহাসচিব অরুণ বন্দ্যোপাধ্যায় এএনআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন মনিকা নিজের কোচকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন৷ তাঁরাও আয়োজকদের কাছে ব্যক্তিগত কোচের জন্য আবেদন করেছিলেন৷ কিন্তু তার অনুমতি পাওয়া যায়নি৷ টোকিও পৌঁছনোর পরে নিজের আলাদা কোচ দাবি করা মোটেই সমীচীন নয়৷ তিনি বলেছেন সৌম্যদীপের সঙ্গে কথা বলে ম্যানেজার এমপি সিংহকে পুরো বিষয়টি জানিয়ে দিতে বলেছিলেন৷

advertisement

মনিকা নিজের কোচ সঞ্জয় পরাঞ্জপের জন্য খেলার মাঠের (Field of Play)  বিশেষ অনুমতির জন্য আবেদন করেছিলেন৷ খেলার শেষ মুহূর্তে তিনি তাঁর কোচকে নিয়ে যেতে পারেননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

মনিকার নিজের কোচের কোর্টে প্রবেশের অনুমতি নেই৷ টোকিও অলিম্পিক্সের প্রথম পর্বের ম্যাচে তিনি জাতীয় কোচ (Manika Batra Coach Controversy)  সৌম্যদীপের থেকে পরামর্শ নিতে অস্বীকার করেন৷  তিনি সেই ম্যাচে ৯৪ তমস্থানাধিকারীর বিরুদ্ধে জেতেন৷ আর তৃতীয় রাউন্ডের খেলাতেও ফের একবার এই ঘটনা ঘটে৷ কিন্তু ১০ ক্রমতালিকার প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁকে হারতে হয়৷ মিক্সড ডাবলসে তিনি যখন অচিন্ত্য শরত কমলের সঙ্গে নেমেছিলেন তখন সৌম্যদীপ কোর্টের এক কোণে দাঁড়িয়েছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: বড় বিপদের মুখে Manika Batra, কোচ Soumyadip-র সঙ্গে গণ্ডগোলের জের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল