TRENDING:

Tokyo Olympics 2020: ‘জুনিয়র চানু’ ! মীরাবাঈয়ের নকল করে শিশুকন্যার ওয়েটলিফটিংয়ের ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

Child mimics Mirabai Chanu’s Tokyo Olympics win: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওয়েটলিফটার সতীশ শিবলিঙ্গম ৷ ক্যাপশন দেন- ‘জুনিয়র মীরাবাঈ চানু, একেই বলা হয় প্রেরণা ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: টোকিও অলিম্পিকে ভারতকে দ্বিতীয় দিনই পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু ৷ এখনও পর্যন্ত টোকিওয়ে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সেরা পারফরম্যান্স তাঁরই ৷ গতকাল, সোমবারই দেশে ফিরেছেন চানু ৷ তাঁকে দেখতে দিল্লি বিমানবন্দরে উপচে পড়েছিল জনতা ৷ ফুল-মালা দিয়ে সকলেই তাঁকে বরণ করে নেন ৷ ওঠে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও ৷ চানুর অলিম্পিকে রুপো জয়ের সেলিব্রেশন গোটা দেশই করছে ৷ তাদের মধ্যে অন্যতম একটি শিশু কন্যাও ৷ যাকে এখন ‘জুনিয়র চানু’ বলছেন নেটিজেনরা ৷ মীরাবাঈয়ের মতোই ভারোত্তলন করতে দেখা গিয়েছে তাকে ৷ সেই ভিডিও ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওয়েটলিফটার সতীশ শিবলিঙ্গম ৷ ক্যাপশন দেন- ‘জুনিয়র মীরাবাঈ চানু, একেই বলা হয় প্রেরণা ৷’
advertisement

খুদের ওয়েটলিফিটিংয়ের এই ভাইরাল ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করেন চানুও ৷ লেখেন ‘খুব কিউট, দারুণ লাগল ৷’ একই সময়ে, একটি টুইটার ব্যবহারকারী লিখেছেন - 'ছোট মেয়েদের বলিউড আইটেম সংখ্যা নয়, অ্যাথলিট, বিজ্ঞানী, সৈনিক, শিল্পীদের নকল করা উচিত দেখা ভাল।' অনেকেই লিখেছেন , কোনও বলিউডের গানে না নেচে শিশুটি একজন অ্যাথলিটকে অনুকরণ করছে, তা দেখেও দারুণ লাগছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ‘জুনিয়র চানু’ ! মীরাবাঈয়ের নকল করে শিশুকন্যার ওয়েটলিফটিংয়ের ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল