গ্রেট ব্রিটেন: ৪
টোকিও: অলিম্পিকে মহিলাদের হকিতে টানা হেরেই চলেছে ভারত ৷ এবার হার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৷ বুধবার সকালে শুরুটা ভাল করলেও খেলা যত গড়িয়েছে ততোই ম্যাচে দাপট দেখা গিয়েছে ব্রিটিশদেরই ৷ এদিন ৪-১-এ ম্যাচ হারে ভারত ৷ এই নিয়ে চলতি টোকিও অলিম্পিকের পুল স্টেজে টানা তিনটি ম্যাচ হারল ভারত ৷
advertisement
এদিনের হারের সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল ভারতীয় মহিলা হকি দল ৷ হারের হ্যাটট্রিকের পর এখন পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই কঠিন রানি রামপালদের ৷ ১-২ গোলে পিছিয়ে থাকার পর এদিন দ্বিতীয়ার্ধে শুরুটা দুর্দান্তই করেন রানি-বন্দনারা ৷ পরপর বেশ কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয় ভারত ৷ কিন্তু তার একটা থেকেও গোল হয়নি ৷ উল্টে ব্রিটেন আরও দুটি গোল করে ম্যাচে জয় নিশ্চিত করে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 8:34 AM IST
