এবং গোলরক্ষক পিআর শ্রীজেশ সহ ক্রিকেটার মিতালি রাজ এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ১২ জন খেলরত্ন পুরষ্কার বিজয়ী ছাড়াও, জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ীদের একটি মোটা তালিকা রয়েছে যার মধ্যে ইতিহাস সৃষ্টিকারী ফেন্সার ভবানী দেবী, মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া, ১৬ জন পুরুষ হকি খেলোয়াড় যারা জয়ী দলের অংশ ছিল সহ ৩৯ জন ক্রীড়াবিদদের নাম রয়েছে।
advertisement
টোকিও অলিম্পিকে চার দশকের ব্যবধানে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক এবং প্যারালিম্পিক পদক বিজয়ী ভাবিনা প্যাটেল -কে অর্জুন পুরস্কার দেওয়া হয়। তবে, মায়ের আকস্মিক প্রয়াণে পুরস্কার-প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কৃষ্ণা নাগর(প্যারা ব্যাডমিন্টন)। নীরজ জানিয়েছেন দেশের সেরা ক্রীড়া সম্মান পেয়ে তিনি অভিভূত। টোকিও থেকে ফিরে বিভিন্ন সম্মান পেয়েছিলেন। কিন্তু এই সম্মানের সমসাময়িক কিছুই নয়। প্যারিস অলিম্পিকে পদক জয়ের মরিয়া চেষ্টা করবেন তিনি। ধীরে ধীরে ট্রেনিং শুরু করেছেন।