TRENDING:

Hockey Shamsher Singh : অলিম্পিক পদক পেয়ে থেমে থাকতে রাজি নন শামসের

Last Updated:

Shamsher Singh of Indian Hockey Team has new target. ভারতীয় হকি তারকা শামসের সিং নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। টোকিও অলিম্পিক ছিল দেশের সিনিয়র দলের হয়ে তাঁর প্রথম বড় টুর্নামেন্ট। আর নেমেই ব্রোঞ্জ পদক জয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

অমৃতসরের এই ছেলে অবশ্য টোকিও অলিম্পিকে পদক পেয়ে থেমে থাকতে রাজি নন। নতুন লক্ষ্যমাত্রা তৈরি করে ফেলেছেন। পরিষ্কার জানাচ্ছেন টোকিও অলিম্পিক স্বপ্নের মত। কিন্তু পেছনে ফিরে তাকাতে চান না। তার লক্ষ্য জাতীয় দলে জায়গা ধরে রাখা, নিজেকে ফিট রাখা এবং ধারাবাহিক পারফর্ম করা। শোনা যাচ্ছে ভারতীয় হকি দল কমনওয়েলথ গেমসে খেলবে না।

advertisement

আরও পড়ুন - Shikhar Dhawan update : শিখরের বাদ পড়ার আসল কারণ জানেন ?

কোচ গ্রাহাম রিড জানিয়েছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক টার্গেট করবে ভারত। কারণ সেটা করতে পারলে সরাসরি প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করবে ভারত। শামসের মনে করেন দল যেখানেই খেলবে, তাঁকে সুযোগ দেওয়া হলে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। ফরওয়ার্ড খেললেও প্রয়োজনে একটু তলা থেকে খেলাটা তৈরি করতে পারেন। অভিজ্ঞ ফরওয়ার্ড আকাশদীপ, রমনদীপ সিং - দের বসিয়ে দিয়ে তাঁকে সুযোগ দেওয়া যে কোচের ভুল ছিল না সেটা প্রমাণ করতে পেরে তিনি খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে ভারত যখন পিছিয়েছিল, তখন একবারের জন্যেও এই হারবে দল, এমন ভাবনা আসেনি। শমসের মনে করেন হারার আগে না হারার লড়াকু মানসিকতা এই বর্তমান ভারতীয় হকি দলের সম্পদ। দলের ভেতর সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশন দারুণ কাজ করেছে। এভাবেই জাতীয় দলের জার্সি গায়ে চালিয়ে যেতে চান। নিজের পরিবার এবং দেশকে গর্বিত করতে চান। নিজেকে সেন্টার ফরওয়ার্ড বলতে পছন্দ করেন না। রোমিং ফরওয়ার্ড হিসেবে নিজেকে দেখতে চান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Hockey Shamsher Singh : অলিম্পিক পদক পেয়ে থেমে থাকতে রাজি নন শামসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল