যারা টিভির পর্দায় রবি কুমার দাহীয়ার লড়াই দেখেছিলেন, তাঁদের মনে থাকার কথা। সেমিফাইনালে কাজাকিস্তানের কুস্তিগীর নুরিসলাম সুনাভের বিরুদ্ধে যখন লড়াই করেছিলেন ভারতের রবি, তখন পিন ডাউন হয়ে রবির হাত কামড়ে দিয়েছিলেন ওই কুস্তিগীর। ম্যাচটা অবশ্য সহজেই জিতেছিলেন ভারতীয় কুস্তিগীর। ফাইনালে অবশ্য রাশিয়ার উগুইয়েভের বিরুদ্ধে হেরে গিয়ে স্বর্ণপদক হাতছাড়া হয়েছিল তাঁর।
advertisement
কিন্তু ওই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ নিন্দা করেছিলেন কাজাক কুস্তিগীরের। কিন্তু রবি পরিষ্কার জানিয়ে দিলেন নুরিসলাম নাকি ওই ঘটনার জন্য পরের দিন ক্ষমা চেয়ে নিয়েছিলেন। ভারতীয় কুস্তিগীর পরিষ্কার বলেছেন কুস্তিতে এমন ঘটনা অবৈধ হলেও একেবারেই অসম্ভব নয়। এর থেকে অনেক বেশি মারামারি এবং ঝগড়াও হয়। সেদিক থেকে দেখতে গেলে এটা ছোট ব্যাপার।
তিনি জানিয়েছেন কাজাক কুস্তিগীর তাঁর ভাইয়ের মতো। তারা দুজনে পরে অনেক মজা করেছেন এবং বিভিন্ন ব্যাপারে আলোচনা করেছেন। অযথা এই নিয়ে বিপক্ষকে বিপদে ফেলতে চান না। পাশাপাশি তিনি জানিয়ে রেখেছেন প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক ছাড়া অন্য কিছু ভাবছেন না। যদিও এটা তাঁর প্রথম অলিম্পিক ছিল, সেই অনুপাতে রুপোর পদক বিরাট সম্মানের।
কিন্তু রবি মন থেকে বিশ্বাস করেন ফাইনালে রাশিয়ার কুস্তিগীরের বিরুদ্ধে দুটো ভুলের মাশুল তাঁকে দিতে হয়েছে।দীর্ঘ দু'মাস বাড়ির লোকের সঙ্গে কথা হয়নি। নিজেকে ডুবিয়ে রেখেছিলেন সাধনায়। এবার বাড়ি ফিরবেন। বিশ্রাম নেবেন। কয়েকদিন পর থেকে স্বাভাবিক রুটিন শুরু করে দেবেন।