রবিবার বিকেলে। হায়দরাবাদে ঠায় টিভির সামনেই বসেছিল সিন্ধুর পরিবার। শেষ দু’বার ফাইনালে উঠে রানার্স হয়েছিলেন ২৪ বছর বয়সী পিভি সিন্ধু। এবার তিনি চ্যাম্পিয়ন। মায়ের জন্মদিনের দিনেই বিশ্বজয় মেয়ে সিন্ধুর।
২০১৩ সালে বিশ্ব ব্যাডমিনটনে প্রথমবার ব্রোঞ্জ জিতেছিল সিন্ধু। সাতবছর পর সোনা। তিন বছর আগে রিও’তে অলিম্পিকে রূপো জয়। এদিনের বাসেল যেন সবকিছুকে ছাপিয়ে গেল। সিন্ধু সোনা উৎসর্গ করেছেন নিজের মা-কেই। তিনি বলেন, ‘‘ আজ আমার মা-র জন্মদিন। ভাবছিলাম মাকে কী উপহার দেব। অবশেষে এই সোনাই তাঁকে উপহার দিলাম।’’ তাঁর কথা শুনে টুর্নামেন্টের ব্রডকাস্টিং চ্যানেলের সঞ্চালকও ‘হ্যাপি বার্থডে’ গেয়ে ওঠেন।
 advertisement    
আরও দেখুন--
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2019 9:22 AM IST

