সিনধুর বিপক্ষে ছিলেন জাপানের নোজোমি ওকুহারা । ২ সেটের লড়াইয়ে ওকুহারাকে ২১-৭ এ হারিয়ে দিয়েছেন সিনধু । খেলার ফল শেষ পর্যন্ত হয় ২১-৭ ও ২১-৭। সিনধু হলেন প্রথম ভারতীয় শাটলার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছেন ।
আমেরিকার বেইওয়েন ঝাংকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিনধু । এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন চিনের তাই জু ইয়াংয়ের, যা অনেকের মতেই কঠিনতম ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচও দুর্দান্ত ইনিংসে শেষ করেন সিনধু । প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সিনধু হলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেলের দাবিদার।
 advertisement    
আজ তাঁর মায়ের জন্মদিন । সোনা জিতে মাকেই উৎসর্গ করেছেন সোনার মেয়ে সিনধু ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2019 6:32 PM IST

