TRENDING:

নোজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে নয়া নজির পিভি সিনধুর

Last Updated:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা ছিনিয়ে নিয়েছেন সিনধু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসেল: এবার চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা ছিনিয়ে নিয়েছেন সিনধু ।
advertisement

সিনধুর বিপক্ষে ছিলেন জাপানের নোজোমি ওকুহারা । ২ সেটের লড়াইয়ে ওকুহারাকে ২১-৭ এ হারিয়ে দিয়েছেন সিনধু । খেলার ফল শেষ পর্যন্ত হয় ২১-৭ ও ২১-৭। সিনধু হলেন প্রথম ভারতীয় শাটলার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছেন ।

আমেরিকার বেইওয়েন ঝাংকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিনধু । এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন চিনের তাই জু ইয়াংয়ের, যা অনেকের মতেই কঠিনতম ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচও দুর্দান্ত ইনিংসে শেষ করেন সিনধু । প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সিনধু হলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেলের দাবিদার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

আজ তাঁর মায়ের জন্মদিন । সোনা জিতে মাকেই উৎসর্গ করেছেন সোনার মেয়ে সিনধু ।

বাংলা খবর/ খবর/খেলা/
নোজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে নয়া নজির পিভি সিনধুর