TRENDING:

PV Sindhu: দু'টি অলিম্পিক্স পদকেই থামবেন না, টোকিওয় স্বপ্নপূরণের পরেও প্রত্যয়ী পি ভি সিন্ধু

Last Updated:

সিন্ধু স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয় বার অলিম্পিক্সে পদক জিতলেও এই সাফল্য তাঁর কাছে স্বপ্নপূরণ হওয়ার মতোই (PV Sindhu)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দু'টি অলিম্পিক্স পদক৷ তাও আবার পর পর দু' বারে৷ দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে এই নজির গড়লেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু৷ তবে এখানেই যে তিনি থামবেন না, পদক জয়ের আনন্দের মধ্যেও দেশকে সেই বার্তা দিয়ে আশ্বস্ত করলেন সিন্ধু৷
advertisement

এবারের অলিম্পিক্সে ভারতকে দ্বিতীয় পদক এনে দেওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন সিন্ধু৷ এ দিন পাল্টা সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে একটি বিবৃতি প্রকাশ করেছেন ভারতীয় শাটলার৷ সেখানেই সিন্ধু স্পষ্ট করে দিয়েছেন, দেশকে আরও অনেক অনেক সাফল্য এনে দেওয়াটাই তাঁর লক্ষ্য৷

বিবৃতিতে সিন্ধু লিখেছেন, 'হৃদয়ের অন্তর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি৷ টোকিও অলিম্পিক্সের এই অভিজ্ঞতা আমি আজীবন ভুলতে পারব না৷ দেশের প্রতিনিধিত্ব করে পদক জয়টা যেমন আমার কাছে সবকিছু, সেরকমই আপনাদের শুভেচ্ছাও আমি সব সময় সঙ্গে নিয়ে এগিয়েছি৷ মেডেল পোডিয়ামে পা রাখার জন্য পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়েছি৷ তাই প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে গিয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সিন্ধু স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয় বার অলিম্পিক্সে পদক জিতলেও এই সাফল্য তাঁর কাছে স্বপ্নপূরণ হওয়ার মতোই৷ তিনি লিখেছেন, 'একদিন কেটে গেলেও এখনও অলিম্পিক্স পদক হাতে ধরে থাকার আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না৷' তাঁর জীবনের সঙ্গে যাঁরা জড়িত, যাঁরা তাঁকে এতদিন সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু৷ নিজের সমর্থক এবং শুভাকাঙ্খীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, 'যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ৷ আর এই যাত্রাটাও এখানে থেমে যাচ্ছে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu: দু'টি অলিম্পিক্স পদকেই থামবেন না, টোকিওয় স্বপ্নপূরণের পরেও প্রত্যয়ী পি ভি সিন্ধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল