এবারের অলিম্পিক্সে ভারতকে দ্বিতীয় পদক এনে দেওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন সিন্ধু৷ এ দিন পাল্টা সবাইকে ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে একটি বিবৃতি প্রকাশ করেছেন ভারতীয় শাটলার৷ সেখানেই সিন্ধু স্পষ্ট করে দিয়েছেন, দেশকে আরও অনেক অনেক সাফল্য এনে দেওয়াটাই তাঁর লক্ষ্য৷
বিবৃতিতে সিন্ধু লিখেছেন, 'হৃদয়ের অন্তর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি৷ টোকিও অলিম্পিক্সের এই অভিজ্ঞতা আমি আজীবন ভুলতে পারব না৷ দেশের প্রতিনিধিত্ব করে পদক জয়টা যেমন আমার কাছে সবকিছু, সেরকমই আপনাদের শুভেচ্ছাও আমি সব সময় সঙ্গে নিয়ে এগিয়েছি৷ মেডেল পোডিয়ামে পা রাখার জন্য পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়েছি৷ তাই প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে গিয়েছে৷'
advertisement
সিন্ধু স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয় বার অলিম্পিক্সে পদক জিতলেও এই সাফল্য তাঁর কাছে স্বপ্নপূরণ হওয়ার মতোই৷ তিনি লিখেছেন, 'একদিন কেটে গেলেও এখনও অলিম্পিক্স পদক হাতে ধরে থাকার আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না৷' তাঁর জীবনের সঙ্গে যাঁরা জড়িত, যাঁরা তাঁকে এতদিন সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন সিন্ধু৷ নিজের সমর্থক এবং শুভাকাঙ্খীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, 'যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ৷ আর এই যাত্রাটাও এখানে থেমে যাচ্ছে না৷'
