TRENDING:

‘‘সোমনাথ জেঠু আমাদের খুব কাছের মানুষ ছিলেন’’- মৌমা দাস

Last Updated:

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার টেবলটেনিস মহল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং :  এশিয়ান গেমসের প্রস্তুতি সারতে এই মুহূর্তে চিনে রয়েছে ভারতীয় টেবল টেনিস দল ৷ কিন্তু যে মুহূর্তে বাংলার মৌমা সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর তখনই ভারাক্রান্ত হয়ে পরেছেন ৷
advertisement

সোমনাথ চট্টোপাধ্যায়ের উজ্জ্বল রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি টেবল টেনিসেও অবদান অসামাণ্য ৷ বাংলার টেবল টেনিসের উন্নতির জন্য সোমনাথ চট্টোপাধ্যায় বহু কাজ করেছেন ৷ তাঁকে যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁর মধ্যে মৌমা অন্যতম ৷

Photo : Mouma Das

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

মৌমা এদিন স্মৃতিমেদুর হয়ে পড়েছেন ৷ সোমনাথ চট্টোপাধ্যায় তাঁর খুব কাছের সোমনাথ জেঠু ৷ মৌমা বলেছেন, ‘‘ আমি  এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য চিনে রয়েছি ৷ সোমনাথ জেঠুর এই খবরটা শুনে খুব খারাপ লাগল ৷ সোমনাথ জেঠু আমাদের খুব কাছের মানুষ ছিলেন ৷ ওনার শরীর খুব খারাপ থাকা সত্ত্বেও আমার বিয়েতেও এসেছিলেন ৷ আমাদের খুব স্নেহ করতেন ৷ বাংলার টেবল টেনিসে ওঁনার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘সোমনাথ জেঠু আমাদের খুব কাছের মানুষ ছিলেন’’- মৌমা দাস