রাগবি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা৷ রাগবি বিশ্বকাপ সেমিফাইনালে অল ব্ল্যাকসদের দুরমুশ করায় আরও বেশি আশান্বিত হয়েছিলেন ইংলিশ ফ্যানরা ৷ কিন্তু ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে খাপ খুলতে হয়নি তাঁদের ৷ ৩২-১২ হেরে যান তিনি ৷ ইংল্যান্ড যেহেতু ম্যাচে ফেভারিট ছিল তাই দেদার বেটিং হয়েছিল তাদের জয় নিয়ে৷ আর ম্যাচ শেষে সকলেই নিরাশ ৷
advertisement
তবে সবচেয়ে গন্ডগোল হল এক ফ্যানের দল হারলে যিনি কথা দিয়েছিলেন নগ্ন হয়ে দৌড়বেন ৷ আর সেই কথা কথা রাখতে হল তাঁকে, সেভাবে দৌড় দেখে বন্ধুরা আবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন তাঁরা ৷
আরও পড়ুন - খুদের হাতের থাপ্পড়, উল্টে পড়লেন শিখর ধাওয়ান , দেখুন ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার যিনি আপলোড করেছেন তাঁকে ভারতীয়রা ভালো করেই চেনেন ৷ তিনি ভারতীয় দলের এক সময়ের মেন্টাল কন্ডিশানিং কোচ প্যাডি আপটন ৷ ১.৫ কিলোমিটার নগ্ন দৌড় দেখে সকলে ৷ দেখুন সেই ভিডিও ৷
এই ভিডিওকে অবশ্য অশ্লীলতার ইঙ্গিতে দেখলে তা নিয়ে কিছু করার নেই ৷ কিন্তু ক্রীড়াপ্রেমীরা এরকমই হন তা বোঝেন ক্রীড়াপ্রেমীরাই ৷
আরও দেখুন

